মেসির গোলে জিতলো পিএসজি

পেছনে পড়ে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। দলে ছিলেন না নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। উগো একিতিকে ও কার্লোস সোলারকে নিয়ে সাজানো আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক দেখালেন জাদু। তার গোলেই তুলুজকে ২-১ এ হারালো ফরাসি চ্যাম্পিয়নরা।

এই জয়ে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়ালো তারা।

প্রথমার্ধে ২০ মিনিটে ব্রাঙ্কো ফন ডেন বুমেনের গোলে এগিয়ে যায় তুলুজ। আশরাফ হাকিমি ক্রিস্টোফার গালটিয়েরের দলকে স্বস্তি এনে দেন সমতা ফেরানো গোলে। বিরতির পর ফিরে ৫৮ মিনিটে মেসির গোল, তাতে জয় পায় পিএসজি। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ইনজুরি টাইমে তার আরেকটি শট পোস্টে লাগে।

এনিয়ে পাঁচ ম্যাচে তিন গোল করলেন মেসি। তাকে প্রশংসায় ভাসালেন কোচ গালটিয়ের, ‘লিওনেল ছিল আমাদের ইঞ্জিন। সে গোল করলো, সুযোগও তৈরি করেছিল। আমি দলকে বলেছি তারা যেন তার জন্য খেলে। তার সতীর্থদের প্রয়োজন ছিল রক্ষণে বেশি প্রচেষ্টা করা, যেন সে ফাঁক ও সুযোগ তৈরিতে আরো বেশি স্বাধীনতা পায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × five =