মেসি স্টোরে যা যা পাওয়া যায়

তারকা ফুটবলার লিওনেল মেসির রয়েছে নিজস্ব একটি লাইফস্টাইল ব্র্যান্ড। মেসির অফিশিয়াল প্রিমিয়াম এই ব্র্যান্ডটির নাম ‘মেসি স্টোর।’ আন্তর্জাতিক এই ব্র্যান্ডটির ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন মেসির ছোট বোন মারিয়া সল মেসি।  মেসির যাপন শৈলীকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ২০১৬ সালে পথচলা শুরু করেছিল মেসি স্টোর। দক্ষ ও স্বনামধন্য ডিজাইনারদের একত্র করে মেসির দৃষ্টিভঙ্গি পোশাকে ফুটিয়ে তোলার কাজ করেছে যাচ্ছে ব্রান্ডটি।

মেসি স্টোরে গ্রাফিক টি-শার্ট, স্টুডিও টি-শার্ট, ওয়ালেট, জ্যাকেট, জগার্স, সুয়েট প্যান্ট, হুডি ও শার্টের পাশাপাশি রয়েছে অন্তর্বাস ও কিছু অনুষঙ্গও। রয়েছে শিশুদের পোশাক। এসব কিছুতেই রয়েছে মেসির ফ্যাশন ও দৃষ্টিভঙ্গির ছোঁয়া। মেসির স্বাক্ষর, মেসির ট্যাটুর নকশাসহ পোশাকগুলো যে কেউ কিনতে পারবেন মেসি স্টোরের ওয়েবসাইটে গিয়ে।

মেসি স্টোরের ক্রিয়েটিভ ডিরেক্টর জিনি হিলফিগার বলেন, ‘আমরা চাই আমাদের প্রতিটি পোশাকে থাকুক লিওর অনুপ্রেরণা। স্বভাবগতভাবে মেসি শান্ত ও নম্র ধরনের। সেটা মাঠে ও মাঠের বাইরে- দুই জায়গাতেই। বিশ্বখ্যাত এই তারকার জীবনযাপনের এই ধারা পোশাকে ফুটিয়ে তোলাটাই আমাদের লক্ষ্য। সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এমন নকশা নিয়েই কাজ করছি আমরা।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + 11 =