‘ময়ূরাক্ষী’ সিনেমায় ববির সঙ্গে সুদীপ বিশ্বাস

নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর সংলাপ ও চিত্রনাট্যে নির্মিতব্য চলচ্চিত্রটিতে যুক্ত হলেন অভিনেতা সুদীপ বিশ্বাস। চিত্রনায়িকা ববির বিপরীতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হন তিনি। ২০২০ প্রচারিত এইচবিও চ্যানেলের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামে একটি সিরিজে অভিনয় করে দেশের দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এ চরিত্রটির জন্য যে অভিনেতা খুঁজছিলাম, তা সুদীপের মধ্যে পেয়েছি। এ জন্যই তাকে নেয়া। আশা করছি, চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে পারবেন। ঢাকার এই সময়ের একজন তরুণের চরিত্রে দেখা যাবে তাকে।”

নির্মাতা জানান, নতুন বছরের ১৫ জানুয়ারি থেকে শুটিংয়ে যাচ্ছে ‘ময়ূরাক্ষী’। একটানা শুটিংয়েই শেষ হবে চলচ্চিত্রটি। তার হাতে থাকা অন্য চলচ্চিত্রটি হল বহুল আলোচিত ‘প্রীতিলতা’। ফেব্রুয়ারিতে শুরু হবে তার নির্মাণ কাজ।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × one =