যুক্তরাষ্ট্রে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

গত বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও দুই সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি শুটিং করছেন অভিনেত্রী। ইতিমধ্যে শেষ করেছেন ‘কন্ট্রাক’ নামের একটি ওয়েব সিরিজের কাজ। এবার মৌসুমী শুরু করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি টেলিফিল্মের শুটিং। বিডি ফিল্মস ইউএসএর ব্যানারের টেলিফিল্মটির শুটিং হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। পরিচালনা করছেন সৈয়দ আর ইমন।

নির্মাতা জানান, সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হচ্ছে অর্ধাঙ্গিনী। গল্প এগিয়ে যাবে মৌসুমীকে কেন্দ্র করে। নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। স্ট্রাগলের ধরন পাল্টে যাচ্ছে। এখন মানুষের বিপদের সময় অনেকে এগিয়ে আসে না। এমন গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ হচ্ছে।’

টেলিফিল্মটি নিয়ে মৌসুমী বলেন, ‘আমার এখন চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষের সর্বোচ্চ ভালোবাসা পেয়েছি। বড় পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে। এই সময়ে নতুনদের সঙ্গে কাজ করতে চাই। যারা নতুন কিছু নির্মাণ করতে চায়, শিল্পী হিসেবে যারা আত্মপ্রকাশ করতে চায়, তাদের অনেক স্বপ্ন থাকে। আমি চাই, তারা তাদের স্বপ্নের দিকে এগিয়ে যাক। এই ভাবনা থেকেই টেলিফিল্মটিতে কাজ করা। তবে অর্ধাঙ্গিনীর গল্পটা খুব সুন্দর। মনে নাড়া দেওয়ার মতো একটি গল্প।’

মৌসুমী ছাড়া এতে আরও অভিনয় করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, আবুল হোসেন, সোহেল রানা, নাঈম ভূঁইয়া, রেহানা চৌধুরী লিয়া, জয় চৌধুরী, মামুন রশিদ প্রমুখ। প্রযোজনা করছেন তরিকুল ইসলাম মিঠু। সংগীত আয়োজনে মেহেদী হাসান তামজিদ।

অর্ধাঙ্গিনীর ব্যাপ্তি হবে ৫০ থেকে ৫৫ মিনিট। শুটিং শুরু হয়েছে গত জানুয়ারি থেকে। শেষ হবে ফেব্রুয়ারির শেষ দিকে। নির্মাতা বলেন, ‘এখানে যাঁরা কাজ করছেন তাঁরা সবাই কর্মজীবী। তাই সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই শুটিং হচ্ছে। ফলে সময় বেশি লাগছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে এখন প্রচুর ঠান্ডা। সর্বশেষ শুটিংয়ের সময় মাইনাস ১৪-১৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। এমন পরিস্থিতিতে শুটিং করাও অনেক কঠিন।’

তীব্র ঠান্ডার মাঝেও মৌসুমীর ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছেন নির্মাতা ইমন। তিনি বলেন, ‘মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা বরফের মধ্যে দৌড়ালেন। আমরা তাঁকে জানালাম এত ঠান্ডায় শুটিং করার প্রয়োজন নেই। তিনি বললেন, আমি পারব। উনি পুরোপুরি ক্যারেক্টারের মধ্যেই ছিলেন। বাইরের পরিবেশ যেন ভুলেই গিয়েছিলেন।’

অর্ধাঙ্গিনী টেলিফিল্মটি প্রকাশ পাবে ইউটিউবে। নির্মাতা জানালেন, ইউটিউবে প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের থিয়েটারে একটি প্রিমিয়ার শো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − fourteen =