যুক্তরাষ্ট্রে সম্মানিত রবি চৌধুরী

বাংলা গানে বিশেষ অবদানের কারণে যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। সম্প্রতি গান গাইতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন রবি চৌধুরী। সেখানে নিউজার্সি অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট থার্টি ফাইভের অ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি তাঁকে সম্মানসূচক বিশেষ প্রক্লেমেশন প্রদান করেন।

বেনজি ই উইম্বারলি তাঁর ফেসবুক পেজে রবি চৌধুরীর হাতে প্রক্লেমেশন হস্তান্তরের ছবিসহ বিবৃতি দিয়েছেন। প্রক্লেমেশনটি স্টেট রেজল্যুশন আকারে নিউজার্সির সিনেট অফিসে লিপিবদ্ধ থাকবে।

এ ছাড়া, প্যাটারসন শহরের মেয়র আঁন্দ্রে সায়াহ্ তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  রবি চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন। রবি চৌধুরী বলেন, ‘সম্মাননা একজন শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। যুক্তরাষ্ট্রের মতো দেশে যাঁরা আমাকে সম্মানিত করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − 5 =