যুবরাজ খালেদ খানের মৃত্যুবার্ষিকী আজ

গুণী  অভিনয় শিল্পী খালেদ খান ২০১৩ সালের ২০ ডিসেম্বর আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। আজ তার মৃত্যুবার্ষিকী। মঞ্চনাটকের জগতে তিনি যুবরাজ নামেই পরিচিত ছিলেন। নিজ গুণেই তিনি এ দেশের নাট্যাঙ্গন এবং সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হন। তিনি ছিলেন বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ।

১৯৭৫ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চনাটকে তার যাত্রা শুরু। মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘অচলায়তন’, ‘নুরুলদীনের সারাজীবন’, ‘ঈর্ষা’, ‘দর্পণ’, ‘গ্যালিলিও’ ও ‘রক্তকরবী’। ‘ঈর্ষা’ নাটকে অভিনয়ের জন্য কলকাতায়ও তিনি জনপ্রিয়তা লাভ করেন।

অভিনেতা খালেদ খান আবৃত্তিকার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে খালেদ খানের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগ থেকে মাস্টার্স করেন তিনি। মঞ্চনাটকে অবদানের জন্য ‘শিল্পকলা একাডেমি পদক’, ‘নরেণ বিশ্বাস স্মৃতিপদক’, ‘মোহাম্মদ জাকারিয়া পদক’, সেরা অভিনেতা হিসেবে ‘নুরুন্নাহার স্মৃতিপদক’, ‘ইমপ্রেস-অন্যদিন’ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 13 =