যৌনকর্মীর সন্তানদের রবীন্দ্রসংগীত শেখাবেন বন্যা

বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী এবং সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২৪ ডিসেম্বর কলকাতার উত্তম মঞ্চে গান গাইবেন তিনি। যেখানে তার সঙ্গী হবেন বিশিষ্ট শিল্পী প্রমিতা মল্লিক। করোনা পরবর্তী কলকাতায় এই প্রথম মঞ্চে গান গাইবেন ষাট পেরনো শিল্পী।

উত্তম মঞ্চে রবীন্দ্রসংগীত পরিবেশনের আগে ভারতীয় এক গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

যেখানে তিনি জানান, করোনাকালে তার রবীন্দ্রসংগীত শেখানোর পদ্ধতি অনেকটা বদলে গিয়েছে। তার কথায়, “অনলাইনে ক্লাস নেওয়ার পদ্ধতিতে একটা বিষয় স্পষ্ট হল। যিনি গান শেখান, তার পরিশ্রম অনেক বেশি। আর যারা গান শিখছেন, তাদের অনেক বেশি সুবিধে হয়েছে। কারণ প্রত্যেক শিক্ষার্থী একা শেখেন। ফলে তাদের অনেক বেশি সময় দেওয়া যায়।”

ওই সাক্ষাৎকারে নিজের একটি পরিকল্পনার কথাও জানিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রনাথের গান মানুষের জীবন তৈরি করে, এই বোধ থেকেই আগামীতে যৌনকর্মীদের সন্তানদের রবীন্দ্রনাথের গান এবং শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন রেজওয়ানা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই এই কাজে হাত দেবেন তিনি।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =