রজনীকান্তের সিনেমা দেখতে অফিস ছুটি

ভারতের দক্ষিণি সুপারস্টার রজনীকান্তর পারিবারিক নাম শিবাজী রাও গায়কোয়াড়। অথচ এই নামে এখন তাঁকে গুটি কয়েক মানুষ চেনেন। তাঁর জীবনও অনেকটা সিনেমার মতোই। বাসের কনডাক্টরি থেকে এসেছিলেন দক্ষিণি সিনেমার পর্দায়। ৭২ বছর বয়সী এই তামিল অভিনেতা সিনেমাপ্রেমীদের কাছে এখনো জনপ্রিয়তার শীর্ষে। ১০ আগস্ট মুক্তি পাবে রজনীকান্ত অভিনীত ১৬৯তম সিনেমা ‘জেলার’। দুই বছর পর বড় পর্দায় রজনীর অ্যাকশন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। তাই তো সিনেমা মুক্তির দিন চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। থালাইভা-ভক্তরা যেন হলে গিয়ে সিনেমার স্বাদ নিতে পারে, সে লক্ষ্যেই এমন উদ্যোগ।

দুই বছর পর বড় পর্দায় আসছে রজনীকান্তর সিনেমা। তাই এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও উন্মাদনা কাজ করছে তামিলনাডুতে। ‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে নোটিশে বলা হয়েছে, রজনীকান্তের সিনেমা জেলার মুক্তি উপলক্ষে ১০ আগস্ট অফিস ছুটি ঘোষণা করা হচ্ছে। সেই সঙ্গে সিনেমা পাইরেসি বন্ধে অফিসের সব কর্মীকে বিনা মূল্যে টিকিট বিতরণ করা হয়েছে।

এ তো গেল একটি অফিসের কথা। ভারতীয় গণমাধ্যম বলছে, ১০ আগস্ট সিনেমা মুক্তি উপলক্ষে অফিস ছুটির ঘোষণা দিয়েছে আরও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান।

রজনীকান্তর সিনেমা দেখতে অফিস ছুটির ঘটনা এবারই প্রথম নয়। ২০১৬ সালে মুক্তি পায় রজনীকান্তের সিনেমা ‘কাবালি’। তখনো সিনেমা মুক্তির দিন দক্ষিণ ভারতে অফিস ছুটির হিড়িক লেগে যায়। এবার তামিলনাডুর ৮০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জেলার। একই দিনে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। সব মিলিয়ে সিনেমাটি দেখতে উন্মুখ হয়ে আছে রজনীকান্তের ভক্তরা।

২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। এ নিয়ে সিনেমার গান ‘কাভালা’ মুক্তির পরই দর্শকের সমালোচনার মুখে পড়েছেন তামান্না। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালয়ালম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + 9 =