রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপা আর নেই

পুরান ঢাকার জনপ্রিয় রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপা মারা গেছেন। সোমবার বিকেল ৪টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রিপার স্বামী মইনুদ্দিন আহমেদ রাজু খবরটি নিশ্চিত করেছেন।

গত ৮ অক্টোবর কক্সবাজার বার্মিজ মার্কেট থেকে হোটেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎকের পরামর্শে রাতে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

রিপা দীর্ঘ ২০ বছর যাবৎ পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে এসেছেন নতুন আঙ্গিকে। নতুনভাবে পরিবেশনার পাশাপাশি লিখেছেন এর রন্ধন কৌশল। দৈনিক, সাপ্তাহিক কিংবা পাক্ষিক পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি। অনুষ্ঠান করেছেন বিভিন্ন চ্যানেলে। পল্লী কবি জসিম উদ্দীন, বেগম রোকেয়া, বাবিসাস, চিত্রজগত, বাংলার সঙ্গীত, স্টার অ্যাওয়ার্ড, পাঠক সংবাদ গুনীজন সন্মানসহ বিভিন্ন সন্মাননা স্মারকে সেরা রন্ধন শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন।

রিপা এসি আই পিওর আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি দায়েমী ফাউন্ডেশনের রন্ধন বিশেষজ্ঞের দায়িত্ব পালন করছেন।

সংবাদ প্রতিদিন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + five =