রাফির কথায় ক্ষ্যাপার দলের নতুন গান

ক্ষ্যাপার দলের নতুন গান ‘দাম বাড়েনি মানুষের’। ‘দাম বেড়েছে চালের/ দাম বেড়েছে নুনের/ দাম বাড়েনি মেধার/ দাম বাড়েনি গুণের/ দাম বেড়েছে ওষুধের/ দাম বেড়েছে পথ্যের, দাম বাড়েনি মানুষের/ দাম বাড়েনি সত্যের’- এমনই কথার গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি।

মাস খানেক আগে ‘আহারে শহরে’ শিরোনামের একটি গান দিয়ে শ্রোতাদের মন কেড়েছিলো নতুন ব্যান্ড ‘ক্ষ্যাপার দল’। এবার তারা হাজির হয়েছে নতুন চমক নিয়ে। মঙ্গলবার প্রকাশ হয়েছে এ দলের নতুন গান। যা শ্রোতাদের নজর কেড়েছে।

সুমন কল্যাণের সুর সংগীতে গানটি প্রকাশ হয়েছে প্রোটিউনের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘আজকাল আমাদের সব কিছুর দাম আকাশ ছোঁয়া। কিন্তু সেখানে মানুষের দাম কতটুকু বেড়েছে এ প্রশ্ন আমাদের সবার মুখে শোনা যায়। এ গানে একটি ম্যাসেজ রাখার চেষ্ট করেছি। যারা ভিন্ন টাইপের গান শুনতে পছন্দ করেন তাদের এটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

তিনি আরও জানান, ‘আরও কিছু গান তৈরি করেছে ‘ক্ষ্যাপার দল’। গানগুলোতে উঠে এসেছে চলমান অসঙ্গতি ও অবক্ষয়সহ বিবিধ বিষয়। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।’

গানটির গীতিকবি রাফিউজ্জামান রাফি বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আমি প্রথমে কবিতা লিখেছিলাম। কবিতাটি দেখে দাদা বলেন এটাকে গান আকারে লিখতে। পরে সেভাবে লিখি। এরপর বাকিটা দাদার কৃতিত্ব।’

ব্যান্ডটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কিবোর্ডে রয়েছেন সুমন কল্যাণ নিজেই। ড্রামার হিসেবে রয়েছেন মান্নান সোহেল। গিটারে রয়েছেন রাজীব ঘোষ ও দানেশ।

জাগো নিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + eleven =