বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁকে রাজধানীর বিজয়সরণির জিয়া উদ্যানে দাফনের জন্য নেওয়া হয়েছে। সেখানে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় সম্মাননা। বার্তা২৪
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩ টায় তাঁর জানাজা সম্পন্ন হওয়ার পর দাফনের জন্য নেওয়া হয় রাজধানীর জিয়া উদ্যানে। সেখানে জিয়াউর রহমানের সমাধির পাশেই তাঁকে দাফন করা হয়। দাফন শেষে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।
এর আগে বিকেল ৩ টায় লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন তিন বাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন উপদেষ্টারা। এছাড়া, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলে নেতৃবৃন্দরা আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শুধু নেতৃবৃন্দই নয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে সকাল থেকে ঢল নেমেছে ঢাকার রাস্তায়। দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসেছে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে।
রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে নিজ স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাহিত হন বেগম খালেদা জিয়া।