রাহাত ফতেহ আলীর কনসার্টের দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

ঢাকায় রাহাত ফতেহ আলী খানের ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের দিন যানজট নিরসনে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক মাহি এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী শনিবার এই কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।

মাহি বলেছেন ওইদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রিতে প্রবেশ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

এছাড়া জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেনাবাহিনী জাহাঙ্গীর গেইট এবং জিয়া কলোনির গেইট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে রাখারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মাহি।

চ্যারিটি কনসার্টের দিন এ সময়ে গেইট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।”

কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশের ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে।

কনসার্টের টিকেটে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের আরেকজন সাদেকুর রহমান সানি বলেন, “জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে টিকেটে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। টিকেট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে।”

টিকেট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে কনসার্টের তিন ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে।

এছাড়াও কনসার্টের প্রচারণা ও টিকেট বিক্রির জন্য রাজধানীর পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে। কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি, বলিউডের সিনেমায় গান গেয়ে ভারতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের বহু সিনেমায় কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছে রাহাত ফতেহ আলী খান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + six =