রোজী সিদ্দিকীর জন্মদিন আজ

তিন দশক ধরে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা রোজী সিদ্দিকী। ১৯৮৯ সালে প্রয়াত মমতাজ উদ্দিন আহমাদের নির্দেশনায় ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকে প্রথম অভিনয় করেন রোজী সিদ্দিকী। এই নাটকে অভিনয়ের মধ্য দিয়েই পেশাগতভাবে অভিনয়ে তার যাত্রা শুরু। ১৯৯০ সালে বিটিভিতে খালেদ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেন।

১৯৯৩ সালে গৌতম ঘোষের পরিচালনায় ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এটি ছিল রোজী সিদ্দিকীর প্রথম চলচ্চিত্র। মঞ্চে রোজী সিদ্দিকীর যাত্রা শুরু ‘থিয়েটার আরামবাগ’ দিয়ে। মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় সর্বপ্রথম তিনি ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত এই দলের হয়ে অভিনয় করেছেন মঞ্চে। এরপর ১৯৯৩ সালের ১৬ই ডিসেম্বর বিয়ের পর থেকে তিনি ‘ঢাকা থিয়েটার’-এ নিজেকে সম্পৃক্ত করেন। সেই থেকে এখন পর্যন্ত এ দলেরই হয়ে কাজ করছেন। এ দলের হয়ে মঞ্চে তার উল্লেখযোগ্য নাটক হলো ‘হাত হদাই’, ‘প্রাচ্য’, ‘বন পাংশুল’, ‘ধাবমান’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 3 =