শনিবার অনুস্বর দলের নাটক  ‘তিনকড়ি’ প্রদর্শনী

অখণ্ড ব্রিটিশ-ভারতের পূর্ববঙ্গে অবস্থিত বগুড়ার গ্রাম দীঘলকান্দি। গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়া মিলিয়ে বসবাস করে ভিন্ন ভিন্ন ধর্ম যাপনকারী অনেক ঘর মানুষ। দীঘলকান্দির চারপাশ ঘিরে আরও আছে সুখোনপুকুর, লোহাগাড়া, কাতলাহার, সোনাতলা- এসব নিয়ে এক গ্রামীণ জনপদ। কৃষক জীবনের নিত্যনৈমিত্তিকতা ছাড়াও বৈশাখী মেলা, মাছধরা, গান-কীর্তনের আসর, কুস্তি লড়াই এসব নিয়ে হাসি-আনন্দে-উদযাপনে কেটে যাচ্ছিল তাদের যাপিত জীবন।

এমনই এক দীঘলকান্দি গ্রামের গল্প নিয়ে শনিবারের (৩ সেপ্টেম্বর) মঞ্চে থাকছে অনুস্বর দলের নাটক ‘তিনকড়ি’। এদিন রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নবম প্রদর্শনী হবে নাটকটির। সাম্প্রদায়িকতার দহন আর দাহতে বিপর্যস্ত মানবিক চেতনার গল্প নিয়ে মাহবুব আলম রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এস আর সম্পদ, সাকিল সিদ্ধার্থ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী, মাজেদুল মিঠু, আকিব বাবু, আবির সায়েম, আরিফুল হক, হোজাইফা আলী সোহেল, আশিকুর রহমান, ডালিয়া ফেরদৌসি বাণী, সরকার জামান, মাহফুজ সুমন, ফরিদা লিমা, সাদিয়া শুচি, পারভীন পারু ও মেরিনা মিতু। সংগীত দলে রয়েছেন সজীব বিশ্বাস, পিকলু বকশী, সুদীপ্ত মাহমুদ, হৃদয় ও সাকিল সিদ্ধার্থ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, সংগীত পরিকল্পনায় পরিমল মজুমদার, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা ও নৃত্য বিন্যাস অনিকেত পাল বাবু।

২০২১ সালের ১২ ফেব্রুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − 6 =