শরাফ আহমেদ জীবনের জন্মদিন আজ

শরাফ আহমেদ জীবন। জন্ম তারিখ: ২৭ ফেব্রুয়ারি ১৯৮২। বাবা: আবুল হোসাইন। মা: আমেনা আক্তার। স্থায়ী ঠিকানা: লাউটিলা, তারাকন্দা, ময়মনসিংহ। তিনি বর্তমানে থাকার পরীবাগে বসবাস করেন।

শরাফ আহমেদ জীবন মূলত নির্মাতা। তবে এখন অভিনেতা হিসেবে পরিচিত! বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘বোরহান’ চরিত্রটি তাকে ব্যাপক আলোচনায় আনে। একই নির্মাতার ‘ফিমেল’-এর দুই কিস্তিতে ‘লাবু কমিশনার’ চরিত্রের মাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠেন জীবন।

নিয়মিত অভিনয় করলেও জীবন চান, নির্মাতা হিসেবে মানুষের কাছে পৌঁছুতে! শুরু থেকে চাচ্ছিলেন সিনেমা বানাতে। কিন্তু বানিয়েছেন নাটক ও বিজ্ঞাপন। এখন তার অভিনয় যেহেতু মানুষ পছন্দ করছেন, তাই অভিনয়কে তিনি ‘উপরি পাওনা’ মনে করেন!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + eleven =