শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে  জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ লোকজন মেহের আফরোজের জামালপুরের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। তার কয়েক ঘণ্টা পর তাকে আটকের খবর জানা যায়।

ওই দিন রাত ৮টার দিকে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, ডিবি সদস্যরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা শাওনকে ধানমন্ডি থেকে আটক করেছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 1 =