শাকিব খানের সিনেমায় আমির খানের ভাই

সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন বলিউডের নায়িকা। এমন খবর প্রকাশের পর সবার মনে একটাই প্রশ্ন—কে হচ্ছেন শাকিব খানের নায়িকা। নেহা শর্মা, শেহনাজ গিল, জেরিন খানসহ অনেকের নাম শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ নির্মাতা মামুন।

নাম ঠিক না হওয়া এ সিনেমার প্রিপ্রোডাকশনের কাজে অনন্য মামুন এখন ভারতে রয়েছেন। নায়িকার খবর না দিলেও সেখান থেকে গতকাল দিলেন নতুন খবর। আজকের পত্রিকাকে অনন্য মামুন জানান, এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের ফয়সাল খান।

তিনি আমির খানের ভাই। গত সপ্তাহেই ফয়সাল খানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন মামুন। তিনি আরও জানান, শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানানো হবে, কে থাকছেন শাকিবের বিপরীতে।

আমির খানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছিলেন ফয়সাল খান। ‘মেলা’ নামের সেই সিনেমা মুক্তি পেয়েছিল ২০০০ সালে। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে শাকিব খানের নতুন সিনেমার শুটিং। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিব খান অভিনীত এই সিনেমা।

সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল। মুক্তির পঞ্চম সপ্তাহেও দাপটের সঙ্গে ব্যবসা করছে সিনেমাটি। দেশের বাইরেও দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 8 =