শাহরুখকে টেক্কা দিয়ে রানির রেকর্ড

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন দর্শকদের নজর কেড়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। কিন্তু এ সিনেমাকেও টেক্কা দিয়ে রানি মুখার্জির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নতুন রেকর্ড গড়ল।

গত ১৭ মার্চ মুক্তি পায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা। এ পর্যন্ত নরওয়েতে যত হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, প্রথম সপ্তাহে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি আয় করেছে রানির এই সিনেমা। এমনকী সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখের ‘পাঠান’ সিনেমাকেও টেক্কা দিয়েছে এটি।

বক্স অফিস ইন্ডিয়া ডটকম জানিয়েছে, ৪ হাজার ৮০০ অকুপেন্সিসহ ৩ দিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা আয় করেছে ৭ লাখ ৪৫ হাজার নরওয়েজিয়ান ক্রোন (৭০ হাজার ৬৯০ মার্কিন ডলার)। এর আগে দেশটিতে ‘রইস’ সিনেমা আয় করে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার (৫ দিন), ‘সুলতান’ ৪ হাজার ৪০০ মার্কিন ডলার (৫ দিন), ‘বজরাঙ্গি ভাইজান’ ৪ হাজার ৩০০ মার্কিন ডলার (৩ দিন), ‘রেস থ্রি’ ৪ হাজার ১৫০ মার্কিন ডলার (৩ দিন), ‘পাঠান’ ৪ হাজার ১০০ মার্কিন ডলার (৫ দিন)।

সাগরিকা ভট্টাচার্যর জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা। সাগরিকা ২০১২ সালে নরওয়ে সরকারের বিরুদ্ধে নিজের সন্তানের হেফাজত নিয়ে আইনি লড়াই করে আলোচনায় উঠে আসেন। সাগরিকার লেখা বই অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় সাগরিকার চরিত্রের নাম দেবিকা। আর এই চরিত্রে অভিনয় করেছেন রানী। এ সিনেমায় রানীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × five =