শাহরুখের ওটিটি প্লাটফর্ম ‘এসআরকে প্লাস’

নতুন ওটিটি প্লাটফর্ম নিয়ে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরেই আসতে চলেছে এই প্লাটফর্মটি। যার নাম রাখা হয়েছে ‘এসআরকে প্লাস’।

সামাজিকমাধ্যম টুইটারে একটি পোস্টার শেয়ার করে এই খবর জানিয়েছেন শাহরুখ খান নিজেই। পোস্টারে ব্যবহার করা হয়েছে কিং খানের ছবি, পাশে বড় বড় অক্ষরে লেখা, ‘এসআরকে প্লাস’।

ওই পোস্টের ক্যাপশনে কিং খান লেখেন, ‘ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ এরপরেই তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে।

শাহরুখ খানের পোস্টটি শেয়ার করেছেন আরেক সুপারস্টার সালমান খান। এর ক্যাপশনে ভাইজান লেখেন, ‘আজকের পার্টি আমার তরফ থেকে শাহরুখ। অভিনন্দন তোমার নতুন এই অ্যাপ এসআরকে প্লাসের জন্য।’

নির্মাতা পরিচালক অনুরাগ কাশ্যপ পোস্টটি শেয়ার করে লেখেন, ‘স্বপ্ন সত্যি হলো। শাহরুখের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছি নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য।’

জানা গেছে, শাহরুখের সঙ্গে এই কাজে যুক্ত হয়েছেন বলিউডের আরেক আলোচিত নির্মাতা করণ জোহরও। তিনিও এক পোস্টে লেখেন, ‘বছরের সবচেয়ে বড় খবর, শাহরুখ ওটিটির মুখটাই বদলে দেবে। দারুণ উত্তেজিত!’

বলিউডের বাদশাহকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। এরপর আর কোনও সিনেমায় দেখা যায়নি তাকে। বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সিনেমাটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + six =