শিল্পকলায় ‘দ্য স্কুল ফর ওয়াইভস’ মঞ্চস্থ হচ্ছে রোববার

ফ্রান্সের বিখ্যাত নাট্যকার মলিয়ের-এর বিখ্যাত হাস্য রসাত্মক নাটক ‘দ্য স্কুল ফর ওয়াইভস’ মঞ্চায়িত হতে যাচ্ছে আগামীকাল রোববার। শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকটির বাংলা রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আশিষ খন্দকার। বাংলা রূপান্তরের সময় তিনি নাটকটির মূল ভাব অক্ষুণ্ন রেখে বাংলাদেশের দর্শকদের উপযোগী করে পরিবেশন করেছেন। বাংলায় এটির নামকরণ করা হয়েছে ‘ব‌উদের পাঠশালা’।

এক বৃদ্ধ লোক আর্নোলফি বালিকা আগনিসকে বিবাহ করতে চায়, এতিমখানা থেকে নিয়ে আসা মেয়েটিকে নিজের মতো করে গড়ে তুলতে থাকে, ব‌উ হতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তা শিক্ষা দিতে থাকে। এমনকি এজন্য সে এলাকা বদল করে অন্য এলাকায় গিয়ে নিজের নাম বদল করে ‘লা শুচি’ নাম গ্রহণ করে।

এদিকে হোরেস নামে এক যুবকের সঙ্গে আগনিসের প্রেম হয়ে যায়। সমাজ, প্রেম ও প্রতারণার গল্প নিয়ে ‘ব‌উদের পাঠশালা’ নাটক। নাটকে অভিনয় করেছেন মোহাম্মাদ আমিন, মনিষা অর্চি, তানভীর নাহিদ খান, তোতো তিমথী, সংগীতা বাড়ৈ, পারভেজ রানা ও আরো অনেকে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে এবং শোয়ের আগে শিল্পকলা একাডেমীর টিকিট কাউন্টারে পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =