বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১-৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হলো। মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাপনী দিনে (৩১ আগস্ট) পূর্ণিমা তিথিতে একাডেমির বটতলার বাউলকুঞ্জে সাধুমেলা অনুষ্ঠিত হয়।
‘বাউল কণ্ঠে বঙ্গবন্ধু’ শিরোনামের এই আসর বসে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সাধুমেলায় উপস্থিত ছিলেন ওই বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন লালন গবেষক সৈয়দ জাহিদ এবং একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ।
একাডেমির গণসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে ওমর আলীর কণ্ঠে পরিবেশিত হয় ‘আর কি আমার সাধু দর্শন হবে’; শিফা বাউলের কণ্ঠে ‘গুরু সুভাব দাও আমার মনে’; ক্ষ্যাপা মিরাজ বাউল পরিবেশন করেন ‘মিছে মায়ায় মুছে মন কি করব’। এরপর ফারুক বাউল শোনান ‘জাগো হে দামাল জাগো হে বাঙাল দিয়েছে মুজিব ডাক’ এবং বাউল মিনা পাগলি পরিবেশন করেন ‘কি আঘাত করিয়াছিল সেদিন শেখ মুজিবের গায়’। বাউল আলমিনা নিতু পরিবেশন করেন ‘ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবি না’।
বাউল ফারজানা ইভা পরিবেশন করেন ‘তিন পোড়াতে খাঁটি হলে না’; বাউল এম আর মানিক ‘শেখ মুজিবুর শুভ সুখবর তুমি দিলে জয় বাংলার ধনী তুলিয়া’; বাউল আফসানা ইমুর কণ্ঠে, ‘কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে’ এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকারের কণ্ঠে পরিবেশিত হয় ‘লণ্ঠনে রূপের বাতি জ্বলছেরে সদাই’।
এছাড়াও জেলা ও বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন। এরমধ্যে ছিলেন জামাল উদ্দিন, টুনটুন ফকির (কুষ্টিয়া), নিজাম উদ্দিন লালনি (ফরিদপুর), লতিফ শাহ (চুয়াডাঙ্গা), সমির বাউল (মাগুরা), লাবিক কামাল গৌরব (ঢাকা) এবং অনিমা মুক্তি গোমেজ।
এছাড়াও দলীয় সংগীত পরিবেশন করেন আয়নাল হক বাউল, বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ, বাউল লিনা খাতুন, বাউল গরিব মুক্তার, করিম বাউল, পিউ বাউল, শাহীন বাউল, কৃষ্ণ বাউল, বাউল মেহেবুব সুফিয়ান, মিতুল বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, উপমা বাউল, জাহিদ বাউল, বাউল শাহেদ আলী, বাউল মানিক দেওয়ান, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, সজিব বাউল, পলি বাউল, সুবর্ণা বাউল, ফারুক বাউল, তৃপ্তি বাউল, সেলিম বাউল, বাউল রিতা মণ্ডল, তানিয়া বাউল, টিটু বাউল, অনন্যা চৌধুরী প্রমুখ।
বাংলা ট্রিবিউন