শিল্পা শেঠি ৩০ জুন ঢাকা আসছেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি সব ঠিক থাকলে আগামী ৩০ জুন ঢাকা আসছেন। ২৮ ও ২৯ জুন হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ও ফেব্রিক্স এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরাটন হোটেলে।

শিল্পা শেঠিকে পারফর্ম করতেও দেখা যাবে তাকে। ছয় বছর পর এই ঢাকা সফর নিয়ে বেশ উত্তেজিত এ তারকা। ভিডিও বার্তায় শিল্পা বলেন, “প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছি। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত রয়েছেন।”

৩০ জুন অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা শেঠি।

জানা গেছে, এই আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি ও বিদ্যা সিনহা মিমসহ অনেকে। অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিক্যাল পারফর্মেন্সসহ নানা আয়োজন।

অনুষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ও ২৯ জুনের আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − three =