শিশুর বিকাশে মায়ের দুধের বিকল্প নেই

মো. হাবিবুর রহমান: শিশুর পুষ্টি, জীবনধারন এবং শারিরীক বৃদ্ধির জন্য উপযুক্ত শিশুখাদ্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। মহান সৃষ্টিকর্তা মানবদেহ থেকে সন্তানের জন্য শুধুমাত্র একটি খাদ্য আহরনের ব্যবস্থা রেখেছেন, আর সেটি হচ্ছে মায়ের বুকের দুধ। শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি ও বেঁচে থাকার জন্য তিনটি নির্ধারক আছে। এগুলো হলো: নিরাপত্তা, যত্ন ও রোগ নিয়ন্ত্রন। এই তিনটির সমন্বয়ের এক উৎকৃষ্ট উদাহরণ হলো মায়ের বুকের দুধ।

মানবসন্তান পৃথিবীতে আসার সাথে সাথেই সৃষ্টিকর্তা প্রতিটি মায়ের বুকে তাঁর অনাগত সন্তানের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন। জন্মের সাথে সাথে শিশুকে বুকে দিলেই শিশু তার ক্ষুধা, তৃষ্ণা মিটানোর সুধা পেয়ে যায়। প্রথমত তিন/চারদিন শিশু তার মায়ের বুকের দুধ থেকে যে দুধ পায়, তা শালদুধ। শালদুধ পরিমাণে কম। কিন্তু জন্মের পরপর শিশুর অপরিপক্ক পাকস্থলির সীমিত ধারণক্ষমতার জন্য যথেষ্ট। এই শালদুধ যে শুধু শিশুর ক্ষুধা ও তৃষ্ণা মেটায় তা নয়, শিশুকে সুস্থ রাখার জন্য বিভিন্ন উপাদান সরবরাহ করে, যেকারণে শালদুধকে বলা হয় জীবনের প্রথম টিকা। মায়ের দুধ পানে শুধুমাত্র শিশুরাই উপকৃত হয় না বরং মায়েরা, তাদের পরিবার এবং সামগ্রিকভাবে সমাজও উপকৃত হয়। মায়ের দুধ শিশুর জীবনধারণের প্রথম ছয়মাসে শুধুমাত্র প্রয়োজনীয় পুষ্টিই সরবরাহ করে না বরং পাচঁটি বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবেও কাজ করে। শৈশবে মায়ের বুকের দুধ খাওয়ার ফলে পরবর্তী জীবনে সেই শিশু বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে।

শিশুর শারীরিক গঠন ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় মায়ের বুকের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। শুধু মায়ের বুকের দুধ পান করলে শিশুরা পায় সঠিক পুষ্টি, পায় সুস্থ বাড়ন আর মানসিক বিকাশের জন্য সবধরণের পুষ্টি উপকরণ। শিশুরা পায় শ্রেষ্ঠ সুরক্ষা। শ্বাসনালি সংক্রমণ, ডায়রিয়া ও অন্যান্য জীবনঘাতী রোগ থেকে রক্ষা পায়। শিশুরা সুরক্ষা পায় স্থুলতা থেকে, অসংক্রামক রোগ যেমনঃ হাঁপানি ও ডায়াবেটিস থেকেও মায়ের বুকের দুধ শিশুর জন্য প্রতিষেধক। এছাড়া খাদ্য উপাদানে শিশুর বুদ্ধিদীপ্ততা ও চোখের তীক্ষèতা বাড়ায়। শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফলে ঐ মায়ের অল্প সময়ের মধ্যে গর্ভধারণ ঝুঁকিও কমে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো আরম্ভ করতে হবে। কারণ অনেক গবেষণায় দেখা গেছে, শিশুদের ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, কানপাকা, মেনিনজাইটিস ইত্যাদি রোগ থেকে মায়ের দুধ শিশুকে সুরক্ষা করে। বুকের দুধ পান করানোর মাধ্যমে শুধু শিশুই নয় বরং একজন মা নিজেও উপকৃত হতে পারেন।

আমাদের দেশের মায়েরা নবজাতক শিশুদের বুকের দুধ খাওয়ান। কিন্তু বিভিন্ন কারণে এ প্রবণতায় কিছুটা পিছিয়ে পড়েছিল। গত কয়েক বছরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মায়েদের বুকের দুধ খাওয়ানোর উপর ব্যাপক প্রচারণার ফলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে ৬ মাস বয়সী শিশুদের শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর হার ৪৭ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ৬৪ শতাংশ দাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী জন্ম থেকে ছয় মাস বয়স পর্যন্ত পৃথিবীর সকল শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হলে বছরে ১৫ লাখেরও বেশী শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিলের এক জরিপ প্রতিবেদন থেকে জানা যায়, শিশুর মাতৃদুগ্ধ পানের হারে বাংলাদেশের আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা ফর্মুলা দুধের আগ্রাসী বিপণন। তবে এই জরিপে বাংলাদেশ ছাড়াও চীন, মেক্সিকো, মরক্কো, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও ভিয়েতনামে জরিপটি হয়। জরিপে এসব দেশের সাড়ে ৮ হাজার মা-বাবা ও অন্তঃসত্ত্বা নারী এবং ৩০০ স্বাস্থ্যকর্মী অংশ নেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এসকল দেশের মধ্যেও বাংলাদেশেই শিশুদের মাতৃদুগ্ধ পানের হার সবচেয়ে বেশী। এ হার চীনে ২১, ভিয়েতনামে ২৪, মেক্সিকো ও নাইজেরিয়ায় ২৯, দক্ষিণ আফ্রিকায় ৩২ এবং মরক্কোয় ৩৫ শতাংশ। জরিপে অংশগ্রহণকারী মা-বাবা ও অন্তঃস্বত্ত্বা নারীদের ৫১ শতাংশ বলেছেন, তারা ফর্মুলা দুধ বিপণনকারী কোম্পানিগুলোর ‘লক্ষ্যনির্দিষ্ট’ বিপণন কার্যক্রমের শিকার হয়েছেন। যুক্তরাজ্যে জরিপে অংশ নেয়া ৮৪ শতাংশ নারী ফর্মুলা দুধের বিপণন ব্যবস্থার শিকার হওয়ার দাবি করেছেন। তার কোম্পানিগুলোর বেশিরভাগই শিশুদের খাওয়ানোর রীতির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করেছে, তবে অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা ফর্মুলা দুধের প্রথাগত বিপণনের শিকার কম হন, এমন তথ্য জরিপে পাওয়া গেছে।

প্রতিবছরের মতো এ বছরও দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গত ১ আগষ্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ দিবস’ পালিত হয়েছে। একই সঙ্গে ০১ থেকে ০৭ আগস্ট ২০২১ পর্যন্ত পালিত হয়েছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে সরকারি ও বেসরকারি স্কুলে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টিমেলা উল্লেখযোগ্য। এছাড়াও গত ০১ থেকে ০৭ আগস্ট মোবাইল ফোনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তা প্রচারিত হয়েছে এবং বিভিন্ন স্থানে মাতৃদুগ্ধ ব্যবস্থাপনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নিয়ে সভা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন, সরকারকে মায়ের দুধ ও সম্পূরক খাদ্যের বিষয়ে জোর প্রচারণায় নামতে হবে। শিশু বিশেষজ্ঞদের মতে মায়ের দুধে ২০০টি পুষ্টি উপাদান রয়েছে। পৃথিবীর আর কোনো একক খাদ্যে এতো পুষ্টি নেই। পুষ্টি বিজ্ঞানীরা আরো বলেন, জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ দেয়া শুরু করলে অন্ততঃ ৩৭ হাজার নবজাতকের প্রাণ রক্ষা করা সম্ভব। অন্যদিকে গুঁড়ো দুধ বা অন্যান্য প্রক্রিয়াজাত শিশুখাদ্য শিশুমৃত্যুর হার ২৫ শতাংশ বাড়িয়ে দেয়।

শিশুর জন্য খাদ্য হিসেবে মায়ের দুধ সোনার মানদণ্ড স্বরুপ। সকল গর্ভবতী মাকে শিশু ভুমিষ্ঠ হওয়ার পর বুকের দুধ দেওয়ার আগ্রহ বাড়াতে হবে। মা ও শিশুর অপুষ্টি, সুস্থ জাতি গঠনের অন্যতম প্রধান অন্তরায়। তাই প্রসব পরবর্তী মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সুনিশ্চিত করতে হবে, যেন তার শিশু পর্যাপ্ত পরিমানে বুকের দুধ পায়। আমাদের সকলের উচিৎ সব মাকে এই মর্মে সচেতন করা যে, একজন মা একটু ধৈর্য্য সহকারে চেষ্টা করলেই তার সন্তানকে সফলভাবে বুকের দুধ পান করাতে সক্ষম।

আমাদের শিশুদের সুস্থতা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের সচেতনতা এবং সদিচ্ছা সবার আগে। এর কোনো বিকল্প নেই। মায়ের বুকের দুধ শিশুর অধিকার। শিশুর এ অধিকার সংরক্ষণ এবং নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

লেখক: প্রোগ্রাম অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 5 =