শীর্ষে রুট, উন্নতি হয়েছে মোমিনুল ও শান্তর

অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনকে  টপকে আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিং তালিকার শীর্ষে উঠেছেন  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। গত ডিসেম্বরে শীর্ষে উঠা লাবুশেন তিন-এ নেমে গেছেন। আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বার্মিংহামের এডজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টের আগে ব্যাটিং র‌্যাংকিং তালিকায় শীর্ষ তিনটি জায়গাই দখলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার লাবুশনে-স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তারা।

কিন্তু টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন রুট। দারুন ব্যাটিং নৈপুন্যে ক্যারিয়ারে তৃতীয়বারের মত শীর্ষে উঠেন রুট। শীর্ষে থাকা রুটের রেটিং ৮৮৭।  ২০১৫ সালের আগস্টে প্রথম ও গেল বছর ডিসেম্বরে শীর্ষে উঠেছিলেন রুট। ৮৮৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। রুট ও উইলিয়ামসনের মধ্যে রেটিং ব্যবধান মাত্র ৪। রুটের চেয়ে ১০ রেটিং কম আছে লাবুশেনের।

প্রথম টেস্টের দুই ইনিংসে ১৪১ ও ৬৫ রান করায় ম্যান অব দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ার উসমান খাজা। শীর্ষ দশে প্রবেশ করে তালিকার সপ্তমস্থানে আছেন খাজা।

চলতি সপ্তাহেই শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্টের দুই ইনিংসে ১৪৬ ও ১২৪ রান করেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৫ ধাপ এগিয়ে ৫৪তমস্থানে জায়গা করে নিয়েছেন শান্ত। টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২১ রানের ইনিংস খেলায় ১৭ ধাপ এগিয়ে ৫৩তমস্থানে উঠেছেন মোমিনুল হক।

আফগানিস্তানকে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারানো টেস্টে বল হাতে উজ্জল ছিলেন বাংলাদেশের বোলাররা। ম্যাচে সমান ৫টি  করে উইকেট নিয়ে পেসার এবাদত হোসেন ৬২তমস্থানে এবং শরিফুল ইসলাম ৭১তমস্থানে আছেন।

বাসস 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =