শেখ রাসেলকে নিয়ে সিনেমায় গাইলেন মমতাজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে নির্মিতব্য ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’তে সিনেমার গানে কণ্ঠ দিলেন গায়িকা-সংসদ সদস্য মমতাজ।

‘ঝলমলে আকাশ যেমন, আঁধারে ঢেকে যায়’ কথার গানটি লিখেছেন হাসান মতিউর রহমান। আর সুর-সংগীত করেছেন ইমন সাহা। বুধবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন নূরে আলম।

মমতাজ জানান, শেখ রাসেলকে নিয়ে অনেক আবেগ কাজ করে এ দেশের মানুষের। সেই কারণে আরও যত্ন করে গানটি গলায় তুলেছেন তিনি।

এদিকে, গান নিয়েই ব্যস্ত এই গায়িকা। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার একটি গানে। ‘নাচে খুশিতে মন আজ দিশেহারা/ দুটি নয়নে ফুটেছে স্বপ্ন তারা’ কথার এই গানটি লিখেছেন মাহী। মুনতাসীর তুষারের সংগীত পরিচালনায় এর সুর করেছেন ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষার।

অন্যদিকে, সংগীত পরিবেশন করতে মমতাজ যাচ্ছেন সৌদি আরবে। আগামী ২৪ ডিসেম্বর দেশটির জেদ্দায় এক অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 3 =