শেরে বাংলায় আইরিশ ক্রিকেট  জাগরণ

সালেক সুফী: বাংলাদেশ ক্রিকেটের দুর্গম দুর্গ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কাল দেখেছে টেস্ট ক্রিকেটে নবীন আয়ারল্যান্ডের বীরোচিত জাগরণ। দেয়ালে পিঠ রেখে হার না মানা বীরোচিত মনোভাবের অনুপম প্রদর্শনীতে সফরকারী দোল তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে দিনশেষে টিকে আছে।

অধিকাংশের ধারণা ছিল খেলার তৃতীয় সকালে সহজেই গুটিয়ে যাবে প্রথম ইনিংসে ১৫৫ রান পিছিয়ে থাকা ২৭ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড। আমি মাঠে থাকা কয়েকজন প্রিয় উদীয়মান ক্রিকেট ধারাভাষ্যকারদের ব্যাক্তিগত সোশ্যাল চ্যানেলে বলতে শুনেছি তৃতীয় দিন ক্ষয়িষ্ণু উইকেটে ঘূর্ণি থাকবে। আয়ারল্যান্ড সহজেই গুটিয়ে যাবে। এই প্রতিবেদক লিখেছে হয়তো কিছুটা প্রতিরোধ গড়ে ইনিংস ব্যাবধান এড়ালেও দিনশেষে হেরে যাবে প্রচন্ড গরম এবং আদ্রতায় অনভস্থ অতিথি দল। কিন্তু দিনশেষ লড়কান টাকার (১০৮),  এন্ডি ম্যাকব্রাইন (৭১*) এবং হ্যারি টেক্টর (৫৬) রানের কল্লানে আয়ারল্যান্ড ২৮৬/৮ করে ১৩১ রানে এগিয়ে আছে। টেস্ট ক্রিকেট তার সব রূপ সুধা সভার উজাড় করে আবির্ভুত হয়েছে শেরে বাংলায়। টেস্ট ক্রিকেটের ক্ষনে ক্ষনে বদলে যাওয়া এই মেঘ এই বৃষ্টি রমণীয় রূপ থেকেই শ্রদ্ধেয় বদরুল হুদা চৌধুরী লিখেছিলেন: “তবু ক্রিকেট ভালোবাসি”। জানিনা আজ চতুর্থ দিন সকালে কোন রূপ আসবে খেলার অবয়ব। আয়ারল্যান্ড যদি আজ  ১৭০-১৮০ রান এগিয়ে যায় তাহলে জয় পেতে বাংলাদেশকে লড়াই করতে হতে পারে।

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের প্রথম ইংনিসের ২১৪ রানের জবাবে বাংলাদেশের ৩৬৯ রান করে ১৫৫ রান এগিয়ে যায়। শীতের দেশ আয়ারল্যান্ড। গরম এবং আদ্রতায় অনভস্ত হাস ফাস করতে থাকা আয়ারল্যান্ড শুরুতেই বাংলাদেশের বিশ্বমানের দুই বাম হাতি স্পিনার সাকিব, তাইজুলের যুগল আক্রমণে ২৭/৪ হারিয়ে কোনঠাসা হয়ে পরে। প্রথম ইনিংসে নিজেকে বোলিং থেকে গুটিয়ে রাখা বিশ্ব সেরা চৌকষ ক্রিকেটার সাকিব কেন বোলিং করতে দ্বিধান্বিত তার হয়তো যুক্তি থাকতে পারে। যাক সে প্রসঙ্গ কিন্তু তৃতীয় দিনে ছয় উইকেট হাতে নিয়ে ১২৮ রান পিছিয়ে থাকা আয়ারল্যান্ড যে বীরোচিত ক্রিকেট উপহার দিয়েছে তার প্রকৃত বর্ণনা দিতে পারতেন ক্রিকেট কোকিল নেভিল কার্ডাস বা অন্নদা প্রসাদ রায়। ক্ষনে ক্ষনে বদলে যাওয়া টেস্ট ক্রিকেট নিয়ে তাই গুণীজন বলে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে একেবারে নিশ্চিত করে কিছু বলতে নেই।

মিরপুর স্টেডিয়ামে প্রথম দুই দিনে ১২+১২ = ২৪ উইকেটের পতন দেখেছে। সেখানেই কাল তৃতীয় দিনে মাত্র নিজেদের চতুর্থ টেস্ট খেলতে আসা অতিথি দল চার উইকেট হারিয়ে যোগ করেছে ২৫৯ রান। প্রথমে হ্যারি টেক্টর এবং লড়কান টাকার নিজেদের সেরা নিবেদন করে ৬ষষ্ট উইকেট জুটিতে ৭২ রান যোগ করে। ৬/১২৩ অবস্থানে থাকা আয়ারল্যান্ড তখনও কিন্তু পরাজয় ঝুঁকিতে। দেয়ালে পিঠ রাখা সেই অবস্থান থেকে লড়কান টাকার এন্ডি ম্যাকব্রাইনকে সঙ্গী করে অসামান্য ধী শক্তি সম্পন্ন ১১১ রানের জুটি গড়ে তোলে। অভিষেকে শতরান (১০৮) করা লড়কান টাকার জানিনা আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জাগরণের নায়ক হলেন কিনা। টাকার ফিরে গেলেও এই টেস্টে ৬/১১৮ তুখোড় বোলিং করা এন্ডি ম্যাকব্রাইন গ্রাহাম হিউমকে নিয়ে এখনো উইকেটে আছে। দিনশেষে ১৩১ রানে এগিয়ে থাকা আয়ারল্যান্ড আর ৫০-৬০ রান যোগ করলে বাংলাদেশের জন্য ম্যাচ জয় কঠিন হয়ে যেতে পারে। জানিনা অঘটন ঘটন পটিয়সী ক্রিকেট আজ কোন রূপে আবির্ভুত হবে। ক্রিকেটে শেষ ওভারের শেষ বল না দেখে আগাম নিশ্চিত করে কিছু বলা কত বোকামি আবারো প্রমান হলো। জানতে চাই কেন বোলিং নিয়ে লুক চুরি খেলছেন সাকিব?  তাইজুল ম্যাচে ৯ উইকেট নিয়েছে। হয়তো আরো একবার দশ উইকেট অর্জন করবে আজ। বাংলাদেশ পেস বোলিং নির্বিষ মনে হয়েছে। মাত্র ৬ জন ব্যাটসম্যান নিয়ে খেলার কৌশল চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দ্বিতীয় ইনিংসে।

যাই  হোক পরিণতি এই টেস্টের লড়াকু ক্রিকেট উপহার দেয়ার জন্য তুপি খোলা কুর্নিশ আইরিশ দলটিকে।

সালেক সূফী, আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × four =