সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের জন্মদিন আজ

কৌশিক হোসেন তাপস ৮ নভেম্বর ১৯৮৩ সালে জন্মগ্রণ করেন। তিনি একজন সঙ্গীত সুরকার এবং গায়ক। তিনি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও ২০১৮ সালে তিনি শ্রেষ্ঠ বাংলাদেশী সুরকার এবং গায়ক হিসেবে দাদাসাহেব ফালকে সম্মানসূচক খেতাব অর্জন করেন। তিনি বর্তমানে গান বাংলা টিভির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

আট বছর বয়সে তার প্রথম সঙ্গীত অ্যালবাম “পাখিদের পাঠশালা” একুশে বইমেলাতে প্রকাশিত হয়। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্রডকাস্টিং আর্টস এ পড়ালেখা করে। তিনি শিশু একাডেমীতে গান শেখেন এবং ছায়ানট থেকে লোক সঙ্গীত শেখেন।

২০১৫ সালে তিনি ভারতীয় সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট-এর সাথে কাজ করেন। তাপস “ওয়ান মোর জিরো কমিউনিকেসশন”, “দ্য ফুয়েল স্টেশন লেভেল” এবং “টিএম প্রোডাকশন” নামে তিনটি কোম্পানি গঠন করেন। তার হাত ধরে বাংলা গানের জগতে উইন্ড অব চেঞ্জেস (পরিবর্তনের হাওয়া) নামে সঙ্গীতের একটি ফ্লাটফর্ম তৈরী হয়, যা দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়। তিনি এখন TMRECORDS নামে অডিও কম্পানি গঠন করেছেন। যেখান থেকে ইতিমধ্যে মাইলস ব্যান্ড এর হামিম আহমেদ, ঐশী, লুইপা, আরিফিন রুমি, এস আই টুটুল, দোলা, আনিকা সহ অনেকের গান মুক্তি পেয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + 12 =