সংরক্ষিত নারী আসনের তারকা প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বেশ কয়েকজন শোবিজ তারকা। তাঁদের সঙ্গে কথা বলেছেন এম এস রান

মানুষের কল্যাণে কাজ করতেই বড় প্ল্যাটফর্মে যেতে চাই: তানভীন সুইটি, অভিনেত্রী

অভিনেত্রী তানভীন সুইটি অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন আগে থেকেই। তিনি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সাবেক সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের একজন সদস্য। সংরক্ষিত নারী আসনের জন্য আগেও মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। এবারও নিয়েছেন গোপালগঞ্জ জেলা আসন থেকে। সুইটি বলেন, ‘যখন অভিনয় নিয়ে থেকেছি, তখনো চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে। একসময় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালাম।

মানুষের জন্য কাজ করার সুযোগ বাড়ল। এখন কিন্তু মানুষ আমাকে অভিনেত্রীর পাশাপাশি সমাজকর্মী বলেও সম্বোধন করেন। আমি বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জের মেয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর যে বিচক্ষণতা, কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা; তিনি এই বয়সেও যেভাবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এসব দেখে আমি অভিভূত, তাঁকে আইডল মানি। তাই মানুষের কল্যাণে কাজ করতে আরেকটু বড় প্ল্যাটফর্মে যেতে চাই।’

নারী ও শিশুদের পাশে দাঁড়াতে চাই: অপু বিশ্বাস, অভিনেত্রী

বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন অপু বিশ্বাস। এ বিষয়ে অপু বলেন, ‘রাজনীতির সঙ্গে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই কাজ করার সুযোগ দেবেন।’

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে কাজ করব: সোহানা সাবা, অভিনেত্রী

সোহানা সাবার পূর্বপুরুষেরা ছিলেন সক্রিয় রাজনৈতিক কর্মী। সম্প্রতি সাবাও সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতি করবেন, কাজ করবেন মানুষের জন্য। গতকাল ঢাকার সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম নেওয়ার পর আজকের পত্রিকাকে সাবা বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন। নানাও জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। সম্প্রতি বেশ কিছু কর্মকাণ্ডে অংশ নিয়ে আমার মনে হলো, রাজনীতি বিষয়টা তো আমার রক্তেই মিশে আছে। আমিও তো সচেতন নাগরিক, দেশপ্রেমিক, আমার শিকড়টা শক্ত। আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি, তাই মনে করি, সংসদের একটা পার্ট হতে পারলে খুব পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারব; বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে চাই আমি। সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে কাজ করব।’

কাজের ধারাবাহিকতাটা আরেকটু সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করব: ঊর্মিলা শ্রাবন্তী কর, অভিনেত্রী

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত ঊর্মিলা শ্রাবন্তী কর। বিশ্ববিদ্যালয়জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ঊর্মিলা দলের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। গতকাল তিনি প্রথমবারের মতো টাঙ্গাইল-৩ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। ঊর্মিলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সব সময় বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে কাজ করেছি, করছি। নিজের এলাকাসহ সর্বস্তরের মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করছি। সাংস্কৃতিক কর্মী হিসেবেও চেষ্টা করেছি সুষ্ঠু, সুন্দর কাজ যেন হয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য যেন ফুটে ওঠে। আমি সেই সব কাজের ধারাবাহিকতাটা আরেকটু সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই একটা স্ট্রং প্ল্যাটফর্ম থাকলে কাজ করাটা সহজ হয়, সুন্দর হয়। এই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।’

কাজ করতে চাই নারী ও শিশুদের জন্য: শাহনূর, অভিনেত্রী

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য চিত্রনায়িকা শাহনূর দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের জন্য সেবামূলক কাজ করছেন। এবার তিনি মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের। অভিনেত্রী বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন জড়িত। ব্যক্তিগতভাবেও নানা ধরনের সামাজিক কাজে যুক্ত। বিরোধী দলের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে তাঁর কথা অনুসারে কাজ করতে চাই। কাজ করতে চাই নারী ও শিশুদের জন্য।’

মানুষের কল্যাণে কাজ করতে চাই: নিপুণ আক্তার, অভিনেত্রী

চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন। এর আগে দেশবাসীর কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, সেটাই চাই। মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

গতকাল পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম তুলেছেন এমন তালিকায় আরও আছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী তারিন জাহান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন ও শামীমা তুষ্টি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 18 =