সজলের ওয়েব সিরিজ ‘দ্যা সাইলেন্স’ দেখা যাবে আজ

সজল দ্যা সাইলেন্স

সজল দ্যা সাইলেন্স

 

 

আব্দুন নূর সজল অভিনীত ওয়েব সিরিজ ‘দ্যা সাইলেন্স’ সোমবার (৩০ জানুয়ারি) ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে সিরিজটি। এটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এতে আরো অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।

এই সিরিজে এক অদ্ভুত চরিত্রে দেখা যায় সজলকে। হঠাৎ করে যেন আমাবস্যার রাতে চাঁদের মত উদয় হয়ে চারদিকের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করে দিলেন। এক ঘোরে চলে যায় এসকেএস হলের উপস্থিত সকলে। তার দৃশ্য দেখে উপস্থিত দর্শকদের হাত তালি আর শিস বুঝিয়ে দিচ্ছে কেমন করেছেন এই অভিনেতা।

সজল বলেন, আমি তথাকথিত ভিউয়ের জন্য কাজ করি না। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা প্রয়োজন তাই করি। কারণ ভিউ আজ গুনছে কাল গুনবে না। আর দ্যা সাইলেন্স দেখলেই সেটা বোঝা যাবে। যদিও আমার স্ক্রিন টাইম কম। কিন্তু পুরো সময় চরিত্রে ডুব দিয়ে থাকার চেষ্টা করেছি। দর্শকদের হতাশ করব না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =