সজল ও তিশার জন্মদিন আজ

শোবিজের দুই উজ্জল নক্ষত্র আব্দুন নূর সজল ও নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘদিন ধরেই তারা অভিনয়ের আঙিনায় নিয়মিত। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তারা। হয়ে উঠেছেন জনপ্রিয় মুখ। তারা একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন। পেয়েছেন প্রশংসা।

মজার বিষয় হলো দুই তারকার জন্মদিন একইদিনে। আজ ২০ ফেব্রুয়ারি সজল ও তিশার জন্মদিন।

এদিনে ফেসবুক পেজ ভরে গেছে ভক্ত ও কাছের মানুষদের শুভেচ্ছা বার্তায়।

মূলত টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন সজল। ২০০১ সালে সজল প্রথম মিডিয়ায় আসেন। ২০০৪ সালে প্রথম পূর্ণাঙ্গ নাটকে অভিনয় করেন। তিনি অসংখ্য একক নাটকে অভিনয় করেছেন, পাশাপাশি কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন।

‘নিঝুম অরণ্যে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে তার যাত্রা শুরু হয়। এর মধ্যে সজল অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ চলচ্চিত্রটি দেখেছেন দর্শক। মুক্তির অপেক্ষায় আছে তার ‘জ্বিন’ সিনেমাটি। সম্প্রতি কাজ করছেন ওটিটি প্লাটফর্মেও।

আর ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। ছুটিয়ে কাজ করছেন সিনেমাতেও। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ডুব’ সিনেমাগুলো দর্শক মনে দাগ কেটেছে।

কাজ করেছেন তিনি কলকাতার সিনেমাতেও। তবে আপাতত সবরকম শুটিং থেকে নিয়েছেন মাতৃত্বকালীন ছুটি। গেল ৫ জানুয়ারি তিনি মা হয়েছেন। তার মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − two =