সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নারী-শিশুসহ নিহত পাঁচ

রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার ঈদের দিন দুপুর ২টা ৫৫ মিনিটে সদরঘাট লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা-ভোলা রুটের লঞ্চ এমভি তাশরিফ-৪ এ উঠছিলেন যাত্রীরা। এসময় এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ তাশরিফে ধাক্কা দেয়। এই ধাক্কায় লঞ্চের রশি ছিঁড়ে নদীতে পড়ে যান লঞ্চে উঠতে থাকা পাঁচ যাত্রী। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরইমধ্যে এমভি ফারহানের রুট পরামিট বাতিল করা হয়েছে।

মিরপুরে চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলে নিহতমিরপুরে চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলে নিহত

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − sixteen =