‘সদরুল পাশা স্মারক সম্মাননা’ পেলেন আতাউর রহমান

‘সদরুল পাশা স্মারক সম্মাননা’ পেলেন নাট্যান্দোলনের অন্যতম পথিকৃৎ মঞ্চসারথী আতাউর রহমান। অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদান করা হয় এই সম্মাননা।

আতাউর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও বিশেষ অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এ সময় আতাউর রহমান বলেন, ‘চট্টগ্রাম আমার প্রথম বাড়ি। আমি সাংঘাতিকভাবে চট্টগ্রামের কাছে ঋণী। এইখানে যা শিখেছি, বাকি জীবনে তা আর কোথাও শিখিনি। চট্টগ্রামে থেকে আমি মানুষ হতে পেরেছি কিনা জানি না, তবে অমানুষ হইনি। আমার আত্মজীবনীতে চট্টগ্রামের অবদানের কথা থাকে সর্বাগ্রে এবং সবচেয়ে বেশি।’  অভিনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রাপ্তির আশায় না করে, মনের আনন্দে কাজ করার মাঝেই প্রকৃত আনন্দ লুকায়িত।’

অরিন্দমের সভাপতি আকবর রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত। প্রয়াত নাট্যব্যক্তিত্ব সদরুল পাশার স্মৃতিচারণ করেন তার ছোট ভাই গীতিকবি আসিফ ইকবাল। মানপত্র পাঠ করেন অরিন্দম সদস্য কাজল সেন।

সদরুল পাশার ছোট ভাই গীতিকবি আসিফ ইকবাল স্মৃতিচারণ করে বলেন, ‘ভাইয়া কলেজিয়েট স্কুলে পড়ার সময় জেসিসি করতেন। মুক্তিযুদ্ধের সময় বন্ধুদের নিয়ে সেই বিএনসিসির রুমে হানা দিয়ে প্রশিক্ষণে ব্যবহৃত অস্ত্র লুট করে পাক বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তিনি ছিলেন এক নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার। যুদ্ধ পরবর্তী চট্টগ্রামে থিয়েটার চর্চায় প্রাণপুরুষ ছিলেন তিনি। তিনি সময়ের আগে জন্মেছিলেন। আমি আশা করি অরিন্দম নাট্যচর্চার মধ্য দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 3 =