সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ মডার্ন মাস্টারস: এস এস রাজামৌলি (ইংরেজি তথ্যচিত্র)

দেখা যাবে: নেটফ্লিক্স

গল্পসংক্ষেপ: তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলিকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। পরিচালক হিসেবে তাঁর জার্নি, ‘বাহুবলি’ ও ‘আরআরআর’ সিনেমা বানিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া, তাঁর নির্মাণের পদ্ধতি—এসব উঠে এসেছে এতে। নতুন পরিচালকদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে তথ্যচিত্রটিতে। কথা বলেছেন জেমস ক্যামেরন, জো রুশোসহ অনেক নির্মাতা। রয়েছে প্রভাস, এনটিআর জুনিয়র, রানা দগ্গুবতি, রামচরণসহ অনেকের সাক্ষাৎকার।

 

⊲ উইমেন ইন ব্লু (স্প্যানিশ সিরিজ)

অভিনয়: বারবারা মরি, নাতালিয়া টেলেজ, আমোরিতা রসগাদো

দেখা যাবে: অ্যাপল টিভি প্লাস

গল্পসংক্ষেপ: ১৯৭০ সালে মেক্সিকোর একটি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। ওই সময় প্রথমবারের মতো পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়া হয় দেশটিতে। চারজন নারী প্রথম নিয়োগ পায়। কিছুদিন পর তারা বুঝতে পারে, নারী ক্ষমতায়নের জন্য নয়, বরং পুলিশ বাহিনীতে নারী নিয়োগের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণভাবে সরকারের প্রোপাগান্ডা। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঢাকতেই এ কাজ করেছে সরকার।

 

⊲ কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস (ইংরেজি সিনেমা)

অভিনয়: ওয়েগ টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন

দেখা যাবে: ডিজনি প্লাস হটস্টার

গল্পসংক্ষেপ: প্ল্যানেট অব দ্য অ্যাপস সিরিজের চতুর্থ সিনেমা এটি। সিজারের মৃত্যুর কয়েক প্রজন্মের পর থেকে সিনেমার গল্প শুরু। বানরেরা তত দিনে পৃথিবীর শক্তিশালী প্রজাতিতে পরিণত হয়েছে। মানুষেরা হয়ে গেছে হিংস্র। এ পরিস্থিতিতে নোয়া নামের এক ছোট শিম্পাঞ্জি, তার সঙ্গী সুনা ও আনায়াকে সঙ্গে নিয়ে বিপজ্জনক অভিজ্ঞতার মুখোমুখি হয়।

 

⊲ ডিউন: পার্ট টু (ইংরেজি সিনেমা)

অভিনয়: টিমোথি শ্যালামে, রেবেকা ফারগুসন, অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স

দেখা যাবে: জিও সিনেমা

গল্পসংক্ষেপ: ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে ডিউনের গল্পে এসেছে রাজনীতি, ধর্ম, বাস্তুসংস্থান, প্রযুক্তি ও মানবিক আবেগ। আর এর সবকিছুই ঘুরপাক খেয়েছে আরাকিস নামের গ্রহ ও এর মূল্যবান খনিজকে ঘিরে, যে খনিজ মানবজীবনকে দীর্ঘায়িত করে ও চিন্তাশক্তির স্তরকে প্রসারিত করে। গল্পের মূল চরিত্র পল অ্যাট্রেইডেস। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে তাকে সংগ্রাম করতে হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =