সব্যসাচী ফিরছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমায়

সবার পছন্দের ফেলুদা সব্যসাচী তার বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরছেন। একদম নতুন লুকে ধরা দিতে চলেছেন তিনি। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিতে তাকে দেখা যাবে। এই ছবিতে তিনি হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন।

সব্যসাচীকে কেউই কখনও দাড়ি গোঁফে দেখেননি। সবসময় ক্লিন শেভড দেখেছেন সকলে। কিন্তু এই ছবিতে লুক বদলাচ্ছেন সব্যসাচী। চরিত্রের খাতিরে দাড়ি গোঁফ দুই রাখছেন। তার নকল দাড়ি গোঁফ লাগালে অ্যালার্জি হয়। সেই কারণেই এই উপায়। যেহেতু এখন তিনি আর অন্য কাজ করছেন না সেহেতু এই সাহসী পদক্ষেপটা নিয়েই ফেললেন!

এটা বাংলার অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে। ‘দেবী চৌধুরানী’র চরিত্রে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়া এই ছবিতে আছেন দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখ।

সব্যসাচী চক্রবর্তী এই ছবির বিষয়ে বলেছেন, ‘এই ছবিতে শুভ্রজিৎ আমায় হরবল্লভের চরিত্রটি অফার করে। প্রথম না করে দিলেও পরে মনে হয় দেবী চৌধুরানীর মতো প্রজেক্টে যুক্ত থাকতে পারলে ভালো লাগবে। যদিও আমার এই ছবিতে হ্যাঁ বলার নেপথ্যে আমার ছোট ছেলে অর্জুনের অনেক বড় হাত আছে। ও নিজে এই ছবি করছে। ওই আমায় বলে বাড়িতে বসে থাকলে তাড়াতাড়ি বুড়িয়ে যাবে। বসে থেকো না। শুভ্রজিৎদা ভালো পরিচালক কাজটা করো। আমি এর আগে ওর সঙ্গে কাজ করেছি। জানি খুব ভালো পরিচালক ও, আর তাছাড়া এই ছবিটা অনেক বড় করে হচ্ছে। তাই রাজি হয়ে গেলাম।’

তিনি আরও বলেন, ‘এখন খুব বেছে কাজ করি। অবসর নেওয়ার আগের পর্যায় আর কী! তবে এই ছবির চিত্রনাট্য আমার ভালো লেগেছে। তাছাড়া সত্যি বলতে এই ছবিতে রাজি হওয়ার অন্যতম কারণ হল বুম্বার সঙ্গে অনেকদিন কাজ করিনি। এটা একটা বড় সুযোগ তাই রাজি হলাম।’

কয়েক মাস আগে যে গুজব রটেছিল সব্যসাচী চক্রবর্তী নাকি অবসর নিচ্ছেন সেটা যে ভুল সেটা অভিনেতা নিজেই সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন জানিয়েছেন। বলেছেন তিনি বিরতি নিয়েছিলেন কিছুদিনের জন্য। কাজ ছাড়েননি। দু’বার করোনা হওয়ার পর সহজেই ক্লান্ত হয়ে যান বলে কাজ কমিয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =