সমতায় শেষ হলো টেন্ডুলকার-অ্যান্ডার্সন টেস্ট সিরিজ

পাঁচ ম্যাচের ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দুই সমশক্তির দলের হাড্ডা হাড্ডি লড়াই।  টেস্ট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান করে জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের স্কোর যখন ৪/৩০১ তখন ভারতের কট্টর সমর্থকরাও কিন্তু ভাবে নি ইংল্যান্ড ম্যাচ হেরে যাবে।  কাল শেষ সময়ে বৃষ্টি বিঘ্ন ঘটিয়ে দিনের খেলার সমাপ্তি টেনে দেয়ার সময়েও চার উইকেট হাতে রেখে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান।  সিরিজের শেষ টেস্টের শশেষ দিন সকালে ৩৬৭ রানে ইংল্যান্ড ইনিংস গুটিয়ে দিয়ে ৬ রানে টেস্ট জয় করেছে ভারত। সিরিজের ফলাফল ২-২।  দারুন খেলে নাটকীয়ভাবে টেস্ট জিতে সিরিজ পরাজয় এড়ালো লড়াকু ভারত।  ভারত সিরিজ হেরে গেলে প্রকৃতির সঠিক বিচার হতো না। পুরো সিরিজ বিশ্লেষণ করে বলতেই হয় ভারত বা ইংল্যান্ড কোন দল পরাজিত হলে সুবিচার হত না. আগের চারটি টেস্ট শেষ দিনের শেষ সেশন পর্যন্ত চলেছে। তুমুল লড়াই আর হাড্ডা হাড্ডি লড়াই শেষে শেষ টেস্টটিও শেষ দিনে ভারতের জয়ে শেষ হলো. বলা ভালো ভারতের জয় নয় হেরে গেলো ইংল্যান্ড।

কাল খেলার টার্নিং পয়েন্ট ছিল ডাকেট -ৰূট ১৯৫  জুটির পর ইংল্যান্ড ইনিংস কাচের ঘরের মত ভেঙে পড়া।  ৩০১ থেকে ৩৬৭ ইংল্যান্ড ৭ উইকেট হারিয়েছে ৬৬ রানে। সিরাজ (৫/১০৪), প্রসিড কৃষ্ণা (৪/১২৬) কৃতিত্ব এতটুকু খাটো না করে বলছি আতঙ্ক গ্রস্ত হয়ে টেস্ট হেরে সিরিজ জয়ের সহজ সুযোগ হারিয়েছে ইংল্যান্ড। শুভমান গিল নেতৃত্বের ভারতকে অভিনন্দন শুভেচ্ছা মৃত্যুকূপ থেকে ফিরে এসে টেস্ট জয় করার কৃতিত্বে। ইংল্যান্ড ইনিংসে আহত ক্রিস ওকস ভাঙা হাত নিয়ে ব্যাটিং করতে এসেছিলো জয়ের সম্ভাবনা থাকায়।

সিরিজের বিস্তারিত বিশ্লেষণ পৃথকভাবে করবো।

ভারত প্রথম ইনিংস ২২৪ অল আউট (করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮, ওয়াশিংটন সুন্দর ২৬, গাস আটকিন্সন ৫/৩৩, জস টঙ্গা ৩/৫৭)

ভারত দ্বিতীয় ইনিংস ৩৯৬ অল আউট  (যশোভি জয়সোয়াল ১১৮, আকাশ দীপ ৬৬, রাভিন্দ্রা জাদেজা ৫৩, ওয়াশিংটন সুন্দর ৫৩, ধ্রুব জুয়েল ৩৪, গাস আটকিন্সন ৩/ ১২৭, জস টঙ্গা ৫/১২৫, জেমি ওভারতন ২/ ৯৮)

ইংল্যান্ড প্রথম ইনিংস ২৪৭ অল আউট (জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্ৰুক ৫৩, বেন ডাকেট ৪৩, জো বূট ২৯, প্রসিদ কৃষ্ণা ৪/৬২, মোহাম্মদ সিরাজ ৪/৮৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩৬৭ অল আউট  (জো বুট  ১০৫, হ্যারি ব্রুক ১১১, বেন ডাকেট ৫৪, প্রসিড কৃষ্ণা ৪/১২৬, মোহাম্মদ সিরাজ ৫/১০৪, আকাশ দীপ ১/৮৫)

ভারত ৬ রানে টেস্ট জয়ী

সিরিজ ফলাফল ভারত ২-ইংল্যান্ড ২

ম্যাচের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ

সিরিজের সেরা খেলোয়াড়: হারি ব্ৰুক।

টেস্ট ক্রিকেটে শেষ কথা বলতে হলে শেষ পর্যন্ত দেখতে হয় এই আপ্ত বাক্যটি আবারো প্রতিষ্ঠিত হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + nine =