সম্মাননা পেলেন মানাম

প্রথমবার আন্তর্জাতিক কোনো সম্মাননায় ভূষিত হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক মানাম আহমেদ। ৯ জুন ভারতের কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হওয়া ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ২১তম আসরে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় তাঁকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা, সংগীত ব্যক্তিত্বসহ শোবিজের বিভিন্ন অঙ্গনের অনেক পরিচিত মুখ।

সম্মাননা পেয়ে মানাম আহমেদ বলেন, ‘এর আগে আমার বন্ধু আইয়ুব বাচ্চু একই সম্মাননা পেয়েছিল। কলকাতায় গিয়ে আমি এ সম্মাননা গ্রহণ করেছি। দেশের বাইরে সম্মাননা পেয়ে আমি ভীষণ খুশি। পুরো আয়োজনটি ভালো লেগেছে।’

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে মানাম আহমেদ প্রথম কাজ করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ সিনেমায়। পরে তিনি ‘প্রেম পাগল’, ‘পাষাণ’,‘ চাঁদনী রাতে’সহ বেশ কিছু সিনেমার সংগীত পরিচালনা করেছেন। ১৯৮২ সাল থেকে তিনি মাইলস ব্যান্ডের সদস্য। এ ব্যান্ডের বিখ্যাত গানগুলোর প্রায় সবই তাঁর সুর করা। গানের বাইরে মানাম আহমেদ অভিনয় করেছেন ‘মধুমিলন’, ‘তানসেন’, ‘কোথায় যেন দেখেছি’, ‘আমার জন্মভূমি’সহ কয়েকটি সিনেমায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 5 =