সৃজিতের সিনেমা থেকে সরে গেলেন অনুপম

গত বছরের শেষদিকে ঘোষণা এসেছিল দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে আবারও সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। ‘টেক্কা’ নামের এই সিনেমায় দেবের সঙ্গে আরও থাকছেন স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তসহ এক ঝাঁক তারকা। সংগীত পরিচালনা করার কথা অনুপম রায়ের। তবে শেষ পর্যন্ত সৃজিতের টেক্কা থেকে সরে দাঁড়ালেন অনুপম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম নিজেই। তাঁর পরিবর্তে সংগীতের দায়িত্ব পালন করবেন রণজয় ভট্টাচার্য।

সৃজিত মুখার্জির অনেক সিনেমায় সংগীত করেছেন অনুপম। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। তবে এবার বাজেটের কারণে সৃজিতের সিনেমায় গান করছেন না তিনি। অনুপম বলেন, ‘সিনেমার বাজেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি নেই।’

টেক্কা সিনেমা থেকে সরে দাঁড়ানোয় মন খারাপ নেই অনুপমের। জানলেন এ রকম ঘটতেই পারে। রণজয়কে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম।

এই প্রথম সৃজিত মুখার্জির কোনো সিনেমায় সংগীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সৃজিত মুখার্জির সিনেমার গানে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়। এই প্রথম ওঁর সঙ্গে কাজ করব। ফলে, প্রচণ্ড উত্তেজিত।’

ভারতের লোকসভা নির্বাচনের আগেই শেষ হয়েছে টেক্কা সিনেমার প্রথম ভাগের শুটিং। এই সিনেমার কাজ পুরো শেষ না করেই সৃজিত শুরু করেছেন ‘সত্যি বলতে কিছু নেই’ নামের আরেক সিনেমার শুটিং। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং শেষ হলে সৃজিত শুরু করবেন টেক্কা সিনেমার দ্বিতীয় পর্বের শুটিংয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =