সাইফ-পুত্র ইব্রাহিম অভিনয়ে আসছেন

জানা গেল নতুন খবর। সাইফ-পুত্র ইব্রাহিম অভিনেতা হিসেবে সিনেমায় নাম লিখিয়েছেন। গোপনে সিনেমার শুটিংও শেষ করেছেন বলে জানিয়েছেন বোন সারা আলী খান। যদিও গত বছর আগস্টে জানা গিয়েছিল, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান বলিউডে নাম লেখাচ্ছেন। তখন খবর ছিল, ছবিটিতে পরিচালক করণ জোহরের সহকারী হিসেবে কাজ করবেন ইব্রাহিম। ধারণা করা হচ্ছিল, সাইফ-পুত্র হয়তো অভিনয়ে আসবেন না। শাহরুখ-পুত্র আরিয়ান খানের মতো ইব্রাহিমও পরিচালক হবেন। খবর এনডিটিভির

চলতি বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন সারা আলী খান। সেখানে প্রথমবার লালগালিচায় হাঁটেন এই অভিনেত্রী। সাদা-কালো শাড়ি মতো দেখায়—এমন স্টাইলের পোশাক পরে লালগালিচায় পা রেখে নেটিজেনদের নজর কাড়েন সারা। সেই ছবি সারা ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘জেব্রার মতো মনে হচ্ছে। তবে ভুলেও তোমার লাইন ক্রস কোরো না।’

তবে পোশাকের বিতর্ক নয়, সাক্ষাৎকারে সারা দিলেন ভাইয়ের অভিনয়ের খবর। সারা বলেন, ‘সে মাত্রই অভিনেতা হিসেবে প্রথম সিনেমার শুটিং শেষ করেছে। এটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। তবে সে করেছে।’ ইব্রাহিমের সিনেমায় অভিষেকর কথা জানালেও সিনেমার নাম, পরিচালক বা সহ-অভিনেত্রীর নাম বলেননি সারা।

এই সময় সারা আরও বলেন, ‘আমাদের দুই ভাই-বোনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সেটা স্কুল থেকে কিংবা শুটিং থেকে ফেরার পরে সবচেয়ে বেশি বোঝা যেত। এই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নিয়েছে। মাঝেমধ্যেই বুঝি, আমি এখনো মায়ের হৃদয়ে আছি। কারণ, সেই একইভাবে আমি ইব্রাহিমকেও দেখি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =