সাজিদা ফাউন্ডেশনের সেকেন্ড জিরো কুপন বন্ড ইস্যু সম্পন্ন করেছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস ও ব্র্যাক ব্যাংক

সাজিদা ফাউন্ডেশনের সেকেন্ড জিরো কুপন বন্ডের সফল ইস্যু সম্পন্ন করেছেব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসও ব্র্যাক ব্যাংক।এই বন্ডের ফেস ভ্যালু দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা, যা দেশের বন্ড মার্কেটে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

যৌথ অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসএই বন্ডের ইস্যু সম্পন্ন করেছে, যা দেশের ক্রমবর্ধমানবন্ড মার্কেটকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির নেতৃত্বস্থানীয় অবস্থানকে সুদৃঢ করেছে।

বন্ডটির সাবস্ক্রিপশনসম্পন্ন হয়েছে, যেখানে প্রাতিষ্ঠানিক ও হাই-নেট-ওর্থ বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বিনিয়োগকারীদের এমন আগ্রহদেশে বন্ড মার্কেট সম্প্রসারণের পরিচায়ক। এতে প্রচলিত বিনিয়োগকারী, যেমন- ব্যাংক, এনবিএফআই ও বিমা কোম্পানির বাইরেও নতুন বিনিয়োগকারীদেরব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।

ব্যাংক, এনবিএফআই এবং বিমা কোম্পানি ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীর জন্য এ বন্ড থেকে প্রাপ্ত ইন্টারেস্ট-আয় সম্পূর্ণ করমুক্ত, যা বন্ডটির একটি বাড়তি সুবিধা। এতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আয় বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে।

এই বন্ড ইস্যু মার্কেটে সাজিদা ফাউন্ডেশনের ক্রেডিট অবস্থানের ওপর বিনিয়োগকারীদের দৃঢ় আস্থা এবং উদ্ভাবনী ডেট সল্যুশন তৈরির মাধ্যমে দীর্ঘমেয়াদি মার্কেট উন্নয়নেব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রতিশ্রুতির প্রতিফলন।

সাজিদা ফাউন্ডেশন হলো বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, শিক্ষা ও জলবায়ু সহনশীলতা নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটিজনকল্যাণ ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দিয়ে যাচ্ছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড হলো দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংকগুলোর একটি, যা ক্লায়েন্টদের ইস্যু ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজরি ও পোর্টফোলিও ম্যানেজমেন্টের মতো সেবা প্রদান করে।

জিরো কুপন বন্ড একটি ফিক্সড-ইনকাম সিকিউরিটি, যা ডিসকাউন্টে ইস্যু করা হয় এবং এতে কোনোপিরিয়ডিক ইন্টারেস্ট প্রদান করা হয় না। এখানেবিনিয়োগকারীরা মেয়াদপূর্তিতে পূর্ণ ফেস ভ্যালু ফেরত পান। সাজিদা ফাউন্ডেশনের সেকেন্ড জিরো কুপন বন্ড ইস্যুসম্পন্নের মধ্যে দিয়েদেশের বন্ড মার্কেটেবিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ, উন্নয়নমূলক খাতে মূলধন প্রবাহ বাড়ানো এবং কর-সাশ্রয়ী ওনিরাপদ বিনিয়োগ সুযোগ তৈরিতে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএলের সক্ষমতা আবারও প্রতিষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − nine =