সাবিনাদের জন্য ব্রেট লির শুভকামনা

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি।

নেপালে এসেছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা পেসার উঠেছেন কাঠমান্ডুর সল্টি হোটেলে, একই হোটেলে আছে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলও। হোটেলের লবিতে সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের সঙ্গে দেখা লির। খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছেন, গল্প করেছেন, বাংলাদেশ দলকে শুভকামনাও জানিয়েছেন তিনি।

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে গোলাম রব্বানী ছোটনের দল।

 

এ ম্যাচ সামনে রেখে শুক্রবার কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলনে আসার সময়ই লির সঙ্গে দেখা মেয়েদের। দলে কে কে স্ট্রাইকার জানতে চেয়েছেন তিনি। সাবিনা-কৃষ্ণাদের ছবি তোলার দাবি মিটিয়েছেন।

 

ব্রেট লির সঙ্গে কথা বলতে পেরে, ছবি তুলতে পেরে দারুণ খুশি মারিয়া মান্দা।

 

“সকালে নাস্তা করার সময় ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু তোলা হয়নি। পরে ওর সঙ্গে আমরা সবাই ছবি তুলেছি। খুবই ভালো লাগছে।”

 

‘এ’ গ্রুপে জয়ে শুরু পেয়েছে ভারত ও বাংলাদেশ। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাফে শুভসূচনা করেছে গোলাম রব্বানী ছোটনের দল।

বিডি নিউজ২৪.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + twenty =