সাব্বির নাসিরের কন্ঠে প্লাবন কোরেশীর গীতিতে সুফি গান ‘কি নেশা’

দেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির এর কন্ঠে কাওয়ালী ধাঁচে প্রথম একটি সুফি গান প্রকাশিত হল। ‘কি নেশা’ শিরোনামের বাংলা এই সুফী গানটি আজ বুধবার গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ।

 

কি নেশা র  কথা ও কম্পোজিশন করেছেন প্লাবন কোরেশী। মিউজিক করেছেন ঋষিকেশ রকি।

 

সাব্বির নাসির নতুন এক্সপেরিমেন্টের এই কাজটি নিয়ে বলেন, “আমার জীবনের একটি বড় অধ্যায় সুফী সাধকদের সাথে কেটেছে। নুরে মোহাম্মদ (সাঃ) নিয়ে প্লাবন কোরেশীর এ অসামান্য গীতটি আমার এ ভক্ত হৃদয় থেকে কন্ঠযোগে যে প্রকাশিত হয়েছে তা রাসুল(সাঃ) ও  সুফিবাদের অগণিত ভক্তদের স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।”

 

প্লাবন কোরেশী বলেন, “আমার জীবনের অনেক পছন্দের একটি জমে থাকা গান কি নেশা। মনের মত কন্ঠ খুঁজছিলাম মনে মনে যিনি গানটি ধারণ করতে পারবেন। সাব্বির ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে মনে হল উনি পারবেন এটা ধারণ করতে। খুব ভাল গেয়েছেন সাব্বির নাসির।“

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 2 =