সামিনার নতুন গান ‘মেঘবরষা’

বৃষ্টি নিয়ে তৈরি নতুন গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী। শিরোনাম ‘মেঘবরষা’। রুখসানা পারভীন সুরমার লেখা গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

নতুন এই গান নিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মেঘবরষা গানটি অনেক আগেই আমাকে পাঠিয়েছিল মুরাদ নূর, দেশের বাইরে থাকার কারণে গাইতে পারিনি। ডেমো শোনার পর থেকেই অপেক্ষায় ছিলাম কবে গাইব। অবশেষে রেকর্ডিং করলাম। চমৎকার কথা আর সুরের সমন্বয়ে স্যাড-রোমান্টিক গানটিতে গীতিকার নতুন কিছু শব্দ জুড়েছে, যা আমাকে মুগ্ধ করেছে।’

মুরাদ নূর বলেন, ‘সামিনা আপাকে যখন গানটি পাঠাই, তিনি শুনে খুব পছন্দ করলেন। প্রশংসা করলেন। তাঁর কাছ থেকে পাওয়া এই প্রশংসাবাণী আমাকে ভবিষ্যতে সাহস জোগাবে। রুখসানা পারভীনের বেশ কিছু গানের সুর করেছি। মেঘবরষা তার মধ্যে অন্যতম। এই গানটি আমাদের বাঁচিয়ে রাখার গান হবে।’

গীতিকার রুখসানা পারভীন সুরমা বলেন, ‘পেশায় চিকিৎসক হলেও গান লেখা আমার নেশা। ব্যস্ত থাকলেও সময় করে লেখার চেষ্টা করি। মেঘবরষা গানটিতে মুরাদ নূরের সুর ও মুশফিক লিটুর সংগীতায়োজন আমার ভালো লেগেছে। আর সামিনা আপার কণ্ঠে মেঘবরষা পূর্ণতা পেয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে, সেই সঙ্গে আমার জীবনের অন্যতম গান হয়ে থাকবে।’

গানটি শিগগিরই নূর ক্রিয়েশন নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সুরকার মুরাদ নূর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + 5 =