সিনেমায় নেই সুখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে অস্থিতিশীল হয়ে পড়েছিল পুরো দেশ। প্রভাব পড়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতেও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সিনেমা মুক্তি দেওয়ার সাহস পাচ্ছেন না নির্মাতারা। পিছিয়ে যাচ্ছে একের পর এক সিনেমার মুক্তির তারিখ। কবে নাগাদ নতুন সিনেমা মুক্তি পাবে, তা নিয়েও কোনো সুখবর নেই।

গত দুই বছরে ঈদকে কেন্দ্র করে হলে দর্শক উপস্থিতি নতুন করে আশা দেখাচ্ছিল সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিদের। হলে দর্শক ধরে রাখতে বছরজুড়ে সিনেমা মুক্তির তাগিদ দিচ্ছিলেন অনেকে। অনেক নির্মাতা সেই পথেই হাঁটছিলেন। এ বছর প্রথম ছয় মাসে মুক্তি পেয়েছে ৩০টি সিনেমা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে গত মাসেই থেমে যায় সিনেমা মুক্তির চাকা।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে চলা সহিংসতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে সিনেমা হলও। ভাঙচুর করা হয়েছে রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব ও নাটোরের আনন্দ সিনেপ্লেক্সে। এখনো চালু হয়নি দেশের কোনো হল। এমন অবস্থায় সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সর্বশেষ গত জুলাই মাসে মুক্তি পেয়েছে একটি সিনেমা। পাঁচটি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌসির ‘আজব কারখানা’। এরপর আলোর মুখ দেখেনি নতুন সিনেমা। ইতিমধ্যে মুক্তি স্থগিত হয়েছে বেশ কয়েকটি সিনেমার।

এগুলোর মধ্যে মুক্তি স্থগিত হয়েছে মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’, সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ ও মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’। একই অবস্থা হয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’-এর। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ১৬ আগস্ট। প্রযোজক ফেরদৌসুল হাসান জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে সেখানে পদাতিক মুক্তি স্থগিত করা হয়েছে।

২৩ আগস্ট দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার কথা ছিল চিত্রনায়িকা পপির। তবে নির্মাতা সাদিক সিদ্দিকী জানালেন, স্থগিত করা হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের সিনেমাটি। নির্মাতা বলেন, ‘দেশের পরিস্থিতি একটু উন্নত হলেও হলে সিনেমা দেখার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সামনে ভালো কোনো সময়ে মুক্তি দেওয়া হবে ডাইরেক্ট অ্যাকশন।’

মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াচ্ছে আগামী মাসে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোও। অনেক নির্মাতার মতে, এখনো হলে সিনেমা প্রদর্শনীর পরিবেশ সৃষ্টি হয়নি। সেপ্টেম্বরে ‘দরদ’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। জানিয়েছিলেন, ১৫ জুলাই গান প্রকাশ দিয়ে শুরু হবে শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত সিনেমাটির প্রচার। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয় গান প্রকাশ। ঘোষণা অনুযায়ী সিনেমা মুক্তি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। অনন্য মামুন বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে মুক্তির নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। দরদ বড় বাজেটের সিনেমা। প্রমোশন নিয়েও আমাদের বড় পরিকল্পনা আছে। এ ছাড়া এখানে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জড়িত। সবকিছু মিলিয়ে আমরা আরও এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাই। এরপর মুক্তি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’

ঈদুল আজহায় মুক্তির কথা ছিল সিয়াম ও বুবলীর ‘জংলি’। শেষ মুহূর্তে পিছিয়ে যায় এম রাহিম পরিচালিত সিনেমাটি। পরে জানানো হয়, সেপ্টেম্বরের শেষ নাগাদ দর্শকের সামনে আসবে জংলি। তবে নির্মাতা জানালেন, আবারও পেছানো হয়েছে মুক্তির তারিখ। এম রাহিম বলেন, ‘আপাতত সেপ্টেম্বরে রিলিজের কথা ভাবছি না। এ মুহূর্তে সিনেমা মুক্তির পরিবেশ নেই। আরেকটু সময় নিয়ে তারপর দেখব, কবে রিলিজ দেওয়া যায়।’

একই অবস্থা আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর ‘নীল চক্র’ সিনেমার। নির্মাতা মিঠু খান বলেন, ‘সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে সব ওলটপালট হয়ে গেল। পোস্টপ্রোডাকশনের কাজও কিছু আটকে গেছে। তাই এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা এই মাস পর্যন্ত অপেক্ষা করতে চাই। সবকিছু স্বাভাবিক হলে অক্টোবরে মুক্তির সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করতে চাইছি না। প্রয়োজন হলে আগামী বছর মুক্তি দেব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 1 =