সিরিজ হয়ে গেল সিনেমা, বদলে গেল পরিচালক

দুই বছর আগে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ২০২২ সালের প্রথম ভাগে শুরু হয় ওয়েব সিরিজ ‘জিম্মি’র শুটিং। সাত পর্বের সিরিজটি নির্মাণের দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। অবশেষে মুক্তি পাচ্ছে জিম্মি; তবে ওয়েব সিরিজ হিসেবে নয়, সিনেমা হিসেবে বড় পর্দায়। সেই সঙ্গে বদলে গেছে পরিচালকের নাম। সিনেমার পোস্টারে মনতাজুর রহমান আকবর নয়, পরিচালক হিসেবে লেখা হয়েছে ডিপজলের নাম। আগামী ৪ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জিম্মির আগে ডিপজলের ‘বাংলার হারকিউলিস’ সিনেমার বেলাতেও দেখা গেছে পরিচালক বদলের ঘটনা। সেই সিনেমাটি মনতাজুর রহমান আকবর পরিচালনা করলেও তাঁর পরিবর্তে দেখা গেছে ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের নাম। তবে নাম পরিবর্তনের বিষয় নিয়ে অবগত আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আলোচনা করেই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানালেন নির্মাতা।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘ডিপজল সাহেবের প্রযোজনায় একসঙ্গে পাঁচটি সিনেমার শুটিং করেছিলাম আমরা। এর মধ্যে জিম্মির পরিচালক হিসেবে ডিপজল সাহেব ও বাংলার হারকিউলিস সিনেমায় তাঁর মেয়ে ওলিজা মনোয়ারের নাম দেওয়া হয়েছে। বাকি তিনটির পরিচালক হিসেবে আমার নাম যাবে।’

নিজেদের মধ্যে আলোচনা করে পরিচালকের নাম পরিবর্তন করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে মনতাজুর রহমান আকবর বলেন, ‘এটা বড় কোনো বিষয় নয়। সিনেমা নির্মাণের সঙ্গে আমরা সবাই জড়িত ছিলাম। এই দুটি সিনেমায় নাম না থাকলেও আমি উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছি।’

সিরিজ হিসেবে শুটিং করলেও সিনেমা আকারে জিম্মি মুক্তি দেওয়ার প্রসঙ্গে আকবর বলেন, ‘সিরিজ আকারেই গল্প লেখা হয়েছিল জিম্মির। শুটিংও করা হয়েছিল সেভাবে। পরবর্তী সময়ে ডিপজল সাহেব বললেন, তিনি চলচ্চিত্রের মানুষ, দর্শক তাঁকে সিনেমাতেই দেখতে চায়। এরপর আবার চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন এনে, নতুন অংশের শুটিং করে সিনেমা বানানো হয়েছে। আসলে ফরম্যাটটা বড় কথা নয়, দর্শকের কাছে গল্প বা কাজটা পৌঁছানোই বড় কথা। জিম্মি দারুণ গল্পের একটি সিনেমা। নির্মাণেও আধুনিকতা দেখতে পারবে দর্শক।’

জিম্মি সিনেমায় ডিপজলের বিপরীতে আছেন শিরিন শিলা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =