সিয়াম-নোভার ‘মৃধা বনাম মৃধা’ ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে

২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।এর আগে গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি। মেলে প্রশংসাও।

এ বিষয়ে নির্মাতা রনি ভৌমিক বলেন, আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি।চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ছবির শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নোভা ফিরোজ। সিনেমার ব্যতিক্রমী নাম দিয়ে ভালোই আগ্রহ জোগাচ্ছেন তারা।

এই সিনেমায় সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + seventeen =