সিয়াম-সাফা রবি’র  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন

অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ এবং  মডেল ও অভিনেত্রী সাফা কবির রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। জনপ্রিয় এই তারকা জুটি রবি’র বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, আসন্ন টিভি বিজ্ঞাপন, আঞ্চলিক গ্রাহকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ছাড়াও মূলধারা এবং ডিজিটাল মিডিয়ায় প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন।

সিয়াম আহমেদ বলেন, উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার রবি’র এই লক্ষ্যের সাথে যুক্ত হতে পারায় আমি খুবই আনন্দিত। এর ফলে রবি’র গ্রাহকদের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সাফা কবির বলেন, রবি’র মত একটি আধুনিক ও গতিশীল ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত। উদ্ভাবনী ডিজিটাল সলিউশনের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রদানে রবি’র প্রতিশ্রুতি নিয়ে গ্রাহকদের কাছে আমাদের পৌঁছানো আরও সহজ হবে।

সিয়াম আহমেদ জনপ্রিয় অভিনেতা হিসাবে ইতিমধ্যে দেশের তরুণদের কাছে নিজেকে আইডল হিসেবে গড়ে তুলেছেন। ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।সাফা কবির  ২০১৩ সাল থেকে টিভি বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে কাজ করছেন।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × five =