সুস্থ হয়ে কাজে ফিরলেন স্পর্শিয়া

কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসে এই খবর জানান স্পর্শিয়া নিজেই।

স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘খারাপ লাগছে, তবুও অনেক ভালো লাগছে। সেটে ফিরে কাজ করছি, আলহামদুলিল্লাহ!’ তিনি আরো লেখেন, ‘এখনো পুরোপুরি সেরে উঠিনি, তবে শিগগিরই সুস্থ হয়ে উঠবো। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। ’

এর আগে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন স্পর্শিয়া। গত ৩০ জুলাই অ্যাপেনডিসাইটিস অপারেশন করা হয় এই অভিনেত্রীর। অপারেশনটি হয়েছিল প্রফেসর ডক্টর ফিরোজ কবিরের তত্ত্বাবধানে।

এদিকে স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − five =