সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হলো সপ্তাহব্যাপী যাত্রা উৎসব

যাত্রাশিল্পকে উজ্জীবিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় গতকাল শুরু হয়েছে ‘যাত্রা উৎসব ২০২৪’।

‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে শুরু হওয়া উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন জেলার নিবন্ধিত সাতটি দল প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি করে ঐতিহাসিক ও সামাজিক ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে।

গতকাল উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথি ছিলেন ছাত্র-জনতার গণ-অভ্যত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি ছিলেন যাত্রাশিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − five =