সোহেল রানার শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত এক সপ্তাহে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টার পর এখন তার ফুসফুস বেশ ভালো সাড়া দিচ্ছে।তবে তিনি এখনও আইসিইউতে আছেন বলে জানিয়েছেন তার ছেলে চিত্রনায়ক মাশরুর পারভেজ।

মাশরুর বলেন, ‌‘অবশেষে বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল হলো। আমরা আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে উনার ফুসফুস রিকোভার করতে শুরু করবে।’সোহেল রানা বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত ২৫ ডিসেম্বর তাকে সেখানে নেওয়া হয়। করোনায় তার ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত হয়েছে।

গত ২৯ ডিসেম্বর মাশরুর পারভেজ বলেছিলেন, ‌‘বাবার অবস্থা ভালো নয়। আমি আসলে বাবার অবস্থা বলে বোঝাতে পারবো না। ক্রিটিক্যাল সময় পার করছি। তবে বাবাকে ভেন্টিলেশন দিতে হচ্ছে না। সিপ্যাপের মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। মানে উচ্চমাত্রায় সাপোর্ট দিতে হচ্ছে।’

ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − nine =