সৌদি আরব সংগীতানুষ্ঠানে যাচ্ছেন মমতাজ

 

গান শোনাতে প্রথমবারের মতো সৌদি আরব যাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। আগামী ২৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মমতাজের এই সংগীতানুষ্ঠান। এরইমধ্যে সব আয়োজনের চূড়ান্ত হয়েছে। ২২ ডিসেম্বর ঢাকা ছাড়বেন এই গায়িকা।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে মমতাজ বলেন,‘২০০৯ সালে মাকে নিয়ে হজ্ব করতে সৌদি আরবে গিয়েছিলাম। এবার যাচ্ছি গান করতে। গত কয়েক বছর ধরে সৌদি আরবে গানের অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়েছেন। এবার আমি যাচ্ছি, নতুন এক অভিজ্ঞতা হবে।’

সৌদি আরবে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন মমতাজ। ১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। ১৮ ডিসেম্বর দুবাইয়ের শারজাহ-তে গাইবেন এই শিল্পী। এরপর সৌদি আরবে যাবেন বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 11 =